এবার অনলাইনেই পাবেন কাস্ট সার্টিফিকেট, জেনে নিন কিভাবে?

জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আমাদের প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই জাতিগত শংসাপত্রের মাধ্যমে আমরা অর্থাৎ ছেলে-মেয়েরা স্কুলে অধ্যয়নরত অবস্থায় থাকাকালীন বিভিন্ন স্কলারশিপ পেয়ে থাকি। এছাড়া আরও অন্যান্য কাজে এই শংসাপত্র খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা প্রত্যেকেই জানি এই জাতিগত শংসাপত্র তৈরি করতে আমাদের কতটা হয়রানির মুখে পড়তে হয়। কতবার বিডিও অফিসের দরজায় দরজায় গিয়ে ঘুরতে হয়। ফলস্বরূপ, সময়-অর্থ দুটোই খরচা হয়।
তাই আর চিন্তা নেই। এবার অনলাইনের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট। কিভাবে পাবেন তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
অনগ্রসর শেলী কল্যাণ বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ১লা নভেম্বর থেকেই জনসাধারণ অনলাইন-এর মাধ্যমে পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট। জানা গিয়েছে, অনলাইনে সঠিক নথিপত্র জমা দিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি এই কাস্ট সার্টিফিকেট-এর কপি সংগ্রহ করতে পারবেন। এই নয়া পদ্ধতিতে থাকবে ডিজিটাল স্বাক্ষর। এছড়া, অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট করার ফলে দালালচক্র কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন।
কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি –
জাতিগত শংসাপত্র অনলাইনে ডাউনলোড করতে গেলে আপনাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে হবে। সেই ওয়েবসাইটটি হলো https://castcertificatewb.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং শংসাপত্র কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে সেটাও দেখে নিতে পারবেন।
তবে এই কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে। সেই সমস্ত ডকুমেন্টস ত্রুটিহীন হলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে জাতিগত শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন। এর ফলে আপনার অধিক সময়-অর্থ দুটোই কমবে। এছাড়া অফিসের দরজায় দরজায় ঘুরতেও হবে না। বাড়িতে বসেই আপনি অনলাইন থেকে এই জাতিগত শংসাপত্র সংগ্রহ করে নিতে পারবেন।