সুখবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়, নুসরত নাকি মা হতে চলেছেন, আসল ব্যাপারটা কি

টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরত জাহান(Nusrat Jahan)। তবে তার পাশাপাশি তিনি একজন তৃণমূল সাংসদও। রাজনীতি ও কর্মজীবন বেশ সুন্দরভাবে সামলে চলেছেন এই অভিনেত্রী। অন্যদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রব উঠেছে যে, তিনি নাকি মা হতে চলেছেন। যা ঘিরে তৈরি হয়েছে বেশ কয়েকটি প্রশ্ন।
যেহেতু স্বামী নিখিল জৈনের(Nikhil Jain) সাথে তিনি থাকেন না, তাই কীভাবে এটি সম্ভব সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন একাধিক নেটিজেন। কয়েকবছর আগে বিদেশে গিয়ে মহা আড়ম্বরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বর্তমানে একসঙ্গে থাকেন না নিখিল ও নুসরত। ঠিক কী কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সেই বিষয়ে কেউই স্পষ্ট কিছু জানাননি। যদিও অনেকেই মনে করছেন তাদের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত(Yash Dasgupta)।
তার কারণেই নাকি স্বামী নিখিলকে ছেড়েছেন এই অভিনেত্রী। এসবের মাঝেই নুসরতের মা হওয়ার কথা নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোরকম সক্রিয় থাকেন নুসরত। যেখানে তিনি পোস্ট করেন নিজের কাটানো একাধিক মুহূর্ত ও ফটোশ্যুটের দৃশ্য। সম্প্রতি তিনি পোস্ট করেছেন তার অভিনীত প্রথম ছবি ‘শত্রু’র একটি পোস্টার।
যেখানে তিনি জানিয়েছেন অভিনয় জগতে দশ বছর পার করলেন তিনি। একইসাথে সেখানে ধন্যবাদ জানিয়েছেন সিনেমার পরিচালক, সহ-অভিনেতা ও টিমের অন্যান্য সকলকে। যা দেখে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনুগামীরা। যদিও মা হওয়ার বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি এই অভিনেত্রী। অনেকে আবার এও মনে করছেন হয়তো সন্তান দত্তক নিতে চলেছেন তিনি।