বিনোদনভাইরাল ভিডিও

বিয়ের পিঁড়িতে বসবেন মিমি! ‘বোনুয়া’র জন্য ইন্টারন্যাশন্যাল বাঙালি ছেলেই চাই নুসরতের!

টলি পাড়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও নুসরাত জাহান (Nusrat Jahan)। তাদের মধ্যে যে বন্ধুত্ব তাও বেশ পরিচিত সকলের কাছে। নুসরাত ও মিমি একে অপরকে ‘বোনুয়া’ বলে ডাকেন। দুজনের একেবারে গলায় গলায় বন্ধুত্ব। নুসরাতের বিয়েতেও মিমি। তাদের অনেক জায়গায় একসঙ্গে দেখা যায়। এবার তারা দিদি নং ১-এও গেলেন একসঙ্গে। তাদের বাংলার জনপ্রিয় একটি টেলিভিশন শো-তে দেখা যাবে শনিবার।

তবে সেখানে গিয়ে শুধু খেলা নয়, হয়েছে অনেক গল্প। বেশ কিছুদিন ধরেই নুসরাত জাহানের সাংসারিক জীবন নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর সেই জল্পনায় উঠে এসেছে নানান অজানা গল্প। তবে সেসব বিষয়কে দূরে সরিয়ে রেখে এবার ‘বোনুয়া’ মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত। জি বাংলার ‘দিদি নং ১’ জনপ্রিয় গেম শো-তে দেখা যাবে নুসরাত জাহান (Nusrat Jahan), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) , পায়েল সরকার (Payel Sarkar) ও তনুশ্রী চক্রবর্তীকে (Tanusree Chakraborty)। এই চারজন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের নিয়ে ‘দিদি নং ১’-এ গেম শো তে মেতে উঠবেন রচনা ব্যানার্জীও। শনিবার বিকেলে ‘চড়ুইভাতি স্পেশাল এপিসোড’-এ দেখা যাবে তাদের।

আর সেই এপিসোডের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়। সেখানেই দেখা যায় মিমির বিয়ে নিয়ে কথা বলেছেন নুসরাত জাহান। নুসরাত বলেন, “আমরা একটি দারুণ দেখতে ছেলে খুঁজছি। দেখতে হতে হবে ইন্টারন্যাশনাল লেভেলের মতো”। এরপর সঞ্চালিকা রচনা ব্যানার্জী (Rachna Banerjee) বলেন, ” বাঙালি হতে হবে। তাহলে একটি ধুতি পরিয়ে এনে বসিয়ে দিলেই হবে”।

আর এই ভিডিওটি জি বাংলার সোশ্যাল মিডিয়ায় অফিশিয়াল পেজ থেকে প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘Didi No-1 এ চড়ুইভাতি, সেলিব্রিটি দিদিদের মাতামাতি’। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখলেও প্রেম বিষয়ক কোনো সূত্র পাওয়া যায় না। কিন্তু তিনি নিজেকে চরম সিঙ্গেল বলেই দাবি করেন। শুধু সময়ের অপেক্ষা আগামীতে কি হয়!

Related Articles