প্রেমের মরশুমে ফের যশের সঙ্গে নুসরত, প্রকাশ্যে ভিডিও

টলিউডের অনয়তম জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান (Nusrat Jahan)। তিনি যেমন একজন অভিনেত্রী তেমনি একাধারে তিনি একজন সাংসদও। তিনি তার সমস্ত কাজ দিব্যি সামলে নেন আর তার রহস্যের চাবিকাঠি হল নিজেকে ভালোবাসতে জানতে হবে। নিজেকে ভালোবাসলে আর কোনো কাজকে বোঝা বা বাড়তি বলে মনে হবে না। আর তাই সাংসদের কাজ থেকে অভিনয় সবকিছুই দারুণভাবে সামলান অভিনেত্রী।
গত ১২ই ফেব্রুয়ারি একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম ‘ডিকশনারি’। এই ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chattopadhyay), নুসরাত জাহান সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন টলিউড অভিনেতা ও সাংসদ ব্রাত্য বসু (Bratya Basu)। দীর্ঘ দশ বছর পর তিনি ফের ছবির পরিচালনা করলেন। ১২ই ফেব্রুয়ারি ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’ মুক্তি পেল। ব্রাত্য বসুর পরিচালিত ছবি ‘ডিকশনারি’-তে স্বামী ও স্ত্রী-এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবীর ও নুসরাতকে।
এই ছবির একটি ট্রেলার নুসরাত তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’ ছবিটি বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha)-এর লেখা গল্পের অবলম্বনে তৈরি। তার লেখা দুটি গল্পের একটি ‘স্বামী হওয়া’ ও ‘বাবা হওয়া’ মিলে তৈরি হয়েছে ‘ডিকশনারি’। এই ছবিতে নুসরাত জাহানের লুক একেবারে সাদামাটা একজন গৃহবধূর মতন। আর এই ছবির মুক্তি উপলক্ষ্যে গত ১১ই ফেব্রুয়ারি কলকাতার একটি মাল্টিপ্লেক্সে একটি ক্লোজড ডোর প্রিমিয়ারের আয়োজন করেছিলেন ছবির পরিচালক ব্রাত্য বসু।
আর সেখানে আমন্ত্রিত ছিলেন ছবিতে অভিনীত সকল কলাকুশলীরা এবং নুসরাত জাহানের স্বামী নিখিল জৈন (Nikhil Jain)। তবে অবাক করার মতন বিষয় হল সেদিন নুসরাতের স্বামী সেখানে উপস্থিত হননি। তার বদলে নুসরাতের সঙ্গে দেখা গিয়েছে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dashgupta)। নুসরাতের পরনে ছিল লাল রং-এর সিল্ক গাউন ও অপরদিকে যশের পরনে ছিল নীল রং-এর ডেনিম শার্ট ও জিনস। তাদের একসঙ্গে মাল্টিপ্লেক্সে প্রবেশ করার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।