যশ-নুসরতের প্রেম নিয়ে ঝড় বইছে টলিউডে, তুমুল গুঞ্জনের মাঝে নতুন পোস্ট স্বামী নিখিলের

তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ। তবে রাজনীতি, সংসার সাথে কাজ সামলাচ্ছেন সাবলীলভাবে। বর্তমানে তিনি একা নন, ২০১৯ সালের ১৯শে জুন বিদেশে গিয়ে আড়ম্বরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ব্যবসায়ী নিখিল জৈনের সাথে। আর কেউ নন অতি তিনি পরিচিত মুখ নুসরত জাহান(Nusrat Jahan)। বিয়ের আগে থেকেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলতো নানান ছবি।
শুধু তাই নয় বিয়ের পরেও স্বামী-স্ত্রীর গভীর রসায়ন ধরা পড়েছিল। এক কথায় বলতে গেলে চুটিয়ে সংসার করছিলেন তিনি। তবে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নাকি আর আগের মতোন নেই। একইসাথে সেই জল্পনাতে ঘি ঢেলেছেন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার মাধ্যমে। হ্যাঁ ঠিকই শুনছেন, কয়েকদিন আগেই তারা আনফলো করে দিয়েছেন দুজন দুজনকে।
যার ফলে সমালোচনা যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। অন্যদিকে আরও একটি বিষয় প্রকাশ্যে এসেছে। সেটি হল অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরতের ঘনিষ্ঠতা। এমনকি উঠে এসেছে তাদের রাজস্থান ঘুরতে যাওয়ার ছবিও। যদিও তাদের একসাথে দেখা যায়নি, তবে সকলের ধারণা হয়তো একসাথেই গিয়েছিলেন তারা। যার ফলে নুসরত-নিখিলের সংসার ভাঙার জল্পনা আরও জোরালো হয়েছে।
যদিও এই পরিস্থিতিতে নিখিল কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি ছবি। না না সেখানে নেই তার স্ত্রী, বরং রয়েছেন এক কাছের পুরুষ বন্ধু। আর ক্যাপশনে লিখেছেন ওই বন্ধুর সাথে তার রয়েছে রক্তের সম্পর্কের চেয়েও বেশি টান। বর্তমানে জীবনে এসছে নানান চড়াই-উতরাই তবে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই প্রকাশ করেননি নিখিল।