ওম-মিমির আতরঙ্গী বৌভাত, উদ্দাম নেচে জমিয়ে দিলেন জনপ্রিয় জুটি, ভাইরাল ভিডিও

তাদের পরিচয় আজকের নয়, ২০১১ সালে ‘আলোর বাসা’ ধারাবাহিকে কাজ করেছিলেন একসাথে। এরপর দীর্ঘ বিরতির কারণে প্রেম ব্যাপারটা এগোতে পারেনি। তবে ২০১৭ সালে ফের একসাথে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন একে অপরের। হ্যাঁ, ঠিকই ধরেছেন তারা টেলি জগতের জনপ্রিয় তারকা জুটি মিমি দত্ত(Mimi Dutta) ও ওম সাহানি(Om Sahani)। সম্প্রতি বৈদিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
সময়ের সাথে সাথে চেনা ছক ভেঙে বেরিয়ে আসছেন সকলে। সেই পথেই হাঁটলেন ওম-মিমি। কন্যাদান না করেই সম্পন্ন হল বিবাহ। আর এই বিবাহে পৌরহিত্য করেছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক(Nandini Bhowmick)। বিয়ের দিন ওমের পরনে ছিল অফহোয়াইট পাঞ্জাবী। অন্যদিকে মিমি পরেছিলেন লাল বেনারসি ও সোনার গয়না।
তাদের বিয়েতে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছিল। কারণ, সেখানে উপস্থিত হয়েছিলেন রচনা ব্যানার্জি( Rachana Banerjee), দেবযানী চ্যাটার্জি(Debjani chatterjee), চুমকি চৌধুরী (Chumki chowdhury), সুভদ্রা চক্রবর্তী (Subhadra chakraborty), সায়ন্তনী গুহঠাকুরতা (Shayantani Guhathakurta) ও দেবপর্ণা চক্রবর্তী (Devparna chakraborty) প্রমুখ।
যদিও তাদের বিয়েতে ছিল এলাহি আয়োজন, তবে বৌভাত হয়েছে একদম ঘরোয়া অনুষ্ঠান করে। খুবই কাছের আত্মীয় ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ওম ও মিমির বৌভাতের অনুষ্ঠান। আর সকলের জন্য বিশেষ চমক হিসেবে ছিল ওম-মিমির নাচ। জনপ্রিয় বাংলা রোম্যান্টিক গান ‘হয়তো তোমারই জন্য’তে নেচেছেন এই তারকা জুটি। প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়েছে তাদের নাচের ভিডিওটি।