রোমান্টিক মুড অন, বিয়ের পর ঘনিষ্ঠ নীল-তৃণা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সাম্প্রতিক সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলি যেমন জনপ্রিয়তা অর্জন করে চলেছে, তেমনই তাতে অভিনয় করা তারকারাও খ্যাতি অর্জন করছেন। সেরকমই টেলি জগতের এক তারকা জুটি তৃণা সাহা(Trina Saha) ও নীল ভট্টাচার্য(Neel Bhattacharya)। একজন অভিনয় করছেন ‘খড়কুটো’ ধারাবাহিকে, আর অন্যজন ‘কৃষ্ণকলি’তে। বর্তমানে তাদের একসাথে ‘তৃনীল’ নামেই চেনেন অনুগামীরা।
গত ৪ঠা ফেব্রুয়ারী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বিগত দশ বছরের বন্ধুত্ব পরিণতি পেলো চলতি বছরে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন অন্যান্য তারকাসহ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিয়ের আগে আইবুড়োভাত, ব্যাচেলর পার্টি, মেহেন্দি সবই ছিল দেখার মতোন। শুধু তাই নয় বিয়ের পরেও তার জীবন যেন ঠিক রূপকথা। পরিবারের সকলের সাথে আনন্দে দিন কাটাচ্ছেন নববধূ।
অনেকেই বলে থাকেন বিয়ের পর নাকি প্রেমিক-প্রেমিকার ভালোবাসা কমে যায়। তবে সেই কথাকে মিথ্যে প্রমান করছেন নীল৷ স্ত্রীকে প্রতিটা মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে রাখছেন তিনি। যা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলেই বোঝা যাচ্ছে। বিয়ের পর থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেরকমই একটি ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারি একটি ঘরে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছেন তারা। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিৎ সিংয়ের ‘দরখাস্ত’ গানটি। একে অপরকে ঘনিষ্ঠ আলিঙ্গন করতে মত্ত এই জুটি। তখন নীলের পরনে ছিল লাল জরির কাজ করা পাঞ্জাবি আর তৃণা পরেছিলেন লাল শাড়ি, গলায় হীরের নেকলেস। এই দৃশ্য পোস্ট করতেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুগামীরা। লাইক ও রিয়্যাক্টের সাথে সাথে নিমেষে ভাইরাল তাদের ভালোবাসার মুহূ