অফবিটনিউজ

বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়ার নেয়া পদ্ধতি খুঁজে বের করল এক কনে পক্ষ

করোনা মহামারীর জেরে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই বদলে গিয়েছে আমাদের। যার ফলে অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন আরও অনেক কিছুই বদলে গিয়েছে। যেমন বর্তমানে ঘর থেকে বাইরে বেরোলে মাস্ক আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। বর্তমানে করোনার উপদ্রবকে কাটিয়ে পৃথিবী আবার নতুন করে সুস্থ হতে চলেছে। তবে করোনার রেষ এখনও কাটেনি। যার মাধ্যমে আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারি।

যেমন সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা বেশ উদাহরণ হিসেবে দেখা দেয় আমাদের কাছে। করোনা পরিস্থিতিতে যারা বিয়ে করেছেন তারা সামাজিক দূরত্ব মেনে চলার পন্থা খুঁজে পেয়েছেন কিনা জানা যায়নি। কিন্তু সম্প্রতি ঘটনাটি দেখে মনে হচ্ছে সেটিই সামাজিক দূরত্ব মেনে চলার একটি উদাহরণ। তামিলনাড়ুর মাদুরাইয়ের এক কনে পক্ষ এমন এক পথ খুঁজে বের করেছেন যেখানে বিয়ের উপহারও পৌঁছে যাবে সঠিক জায়গায় কিন্তু ছোঁয়াছুঁয়ির কোনো দরকার হবে না।

কনের পরিবার যাদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন একটি কিউআর কোড। আর সেই কোড দিয়ে গুগল পে অথবা ফোন পে দিয়ে সরাসরি উপহার পাঠিয়ে দেওয়া যাবে। আর এরফলে সফল হবে সামাজিক দূরত্বের উদ্দেশ্য। তবে এমনটাও নয় যে কাউকে আমন্ত্রিত করা হয়নি ওই বিয়ে বাড়িতে। যারা আসতে পারবেন না বিয়ে বাড়ি শুধু তারাই ইচ্ছে হলে এভাবে উপহার পাঠাতে পারেন।

তাদের জন্য বিয়ে দেখারও ব্যবস্থা রয়েছে। বিয়ের অনুষ্ঠান দেখার জন্য জুম অ্যাপ ব্যবহার করা হয়েছে। কনের মা টিজে জয়ন্তী জানিয়েছেন, ৩০ জন আমন্ত্রিত অতিথি কিউআর কোডের মাধ্যমে উপহার পাঠিয়েছেন।

Related Articles