
টেলিকম কোম্পানিগুলো একে অপরকে টেক্কা দিতে আনছে নতুন নতুন অফার। গ্রাহকদের ধরে রাখার চেষ্টায় মরিয়া সবাই। তাই একের পর এক নিত্য নতুন রিচার্জ প্ল্যান, অফার চালু করছে, Jio, BSNL, AirTel, VI এই সব টেলিকম সংস্থাগুলো। টেলিকম কোম্পানি গুলি যেকোনো উৎসবের সময়ে নতুন অফার দিয়ে থাকে। এই সময় টেলিকম কোম্পানিগুলোর মধ্যে চলে ভীষণ লড়াই তাতে লাভবান হন গ্রাহকেরা।
কারণ Jio যদি কোনো অফার দেবার কথা ঘোষণা করে তাহলে তার পর পরই দেখা যায় ভোডাফোন বা এয়ারটেল ঠিক একই ধরনের রিচার্জ প্ল্যান বিভিন্ন ধরনের সুবিধা গ্রাহকদের অফার করছে। ফলে সামান্য হলেও রিচার্জের ক্ষেত্রে সুবিধা পান গ্রাহকরা। ঠিক এরকমই মোবাইল রিচার্জ প্রিপেইড অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড।
তবে এই প্ল্যানগুলি সত্যিই খুব আকর্ষণীয়। কারণ এখানে বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেখানে ১ বছরের বৈধতার সময়সীমা দেওয়া হয়েছে। ফলে যারা দীর্ঘ সময়ের এই রিচার্জের ঝামেলায় কাটাতে চান না, অথচ মোবাইল ফোনটিকে সচল রাখতে চান, তাদের জন্য এই ধরনের প্ল্যান খুব উপকারী। সারাদেশের সমস্ত প্রিপেইডপ্ল্যান গ্রাহকদের জন্য BSNL- এর এই সুবিধা নিয়ে এসেছে।
দীপাবলীর সময় প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন রিচার্জ অফার এনেছে বিএসএনএল। দিওয়ালি অফার হিসেবেই এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৯৮ টাকা এবং ৪৩৯ টাকা। যেখানে ১ বছরের বৈধতা রয়েছে। পাশাপাশি তিন মাসের জন্য সীমাহীন ভয়েস কল সহ ৪৩৯ টাকার প্ল্যান রয়েছে বিএসএনএলের। আসুন কোন প্ল্যানে কি ধরনের অফার রয়েছে একবার দেখা যাক।
কোনও গ্রাহক যদি ৩৬৫ টাকা রিচার্জ করে তবে তিনি ১ বছরের ভ্যালিডিটি পেতে পারেন। তবে সবাই এই অফার পাবেন না। আপনি চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন। রিচার্জ না হলে সাথে সাথে টাকা ফেরত ও পেয়ে যাবেন।
যে গ্রাহকেরা দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান চান সেই প্রিপেইড গ্রাহকদের জন্য বিএসএনএলের এই ১১৯৮ টাকার দিয়ালি অফার প্ল্যান উপযুক্ত। কারণ এই প্ল্যানে একেবারে এক বছরের জন্য বৈধতা পাবেন গ্রাহকেরা। তার সাথে 3 GB Data, 300 মিনিট কলিং এবং 30 টি SMS অফার থাকছে । এই সুবিধাগুলো প্রতি মাসের শেষে শেষ হয়ে যাবে। পরবর্তী মাসে এই সুবিধাগুলি যোগ করা হবে না। তবে প্রতি মাসে এই সুবিধা রিনিউ করা হবে।
প্রিপেইড প্ল্যানের সাথেই বিএসএনএল দীপাবলিতে বিনোদন এবং গেমিং ভাউচার শুরু করেছে। গ্রাহকেরা আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডাটা, ১০০টি এসএমএস, আনলিমিটেড কলিং অপশন এর সাথে বি এস এন এল টিউন এবং আরো বিনোদন সুবিধা পাবেন। এরমধ্যে ২৬৯ টাকা রিচার্জ ভাউচারটি ৩০ দিনের জন্য বৈধ। ওপরদিকে ২৬৯ টাকার প্ল্যানের মতোই ৭৬৯ টাকার একটি বিনোদন এবং গেমিং ভাউচার প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। যার বৈধতা হলো ৯০ দিন বা তিন মাস।
বিএসএনএলের এই দিওয়ালি অফার প্ল্যানটি সম্পূর্ণ সময়ের জন্য ৩০০ এসএমএস সহ গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা দিচ্ছে। এটি ৯০ দিন বা তিন মাস পর্যন্ত ভ্যালিড থাকবে। যারা ভয়েস কলিং এর সুবিধা চান সেই সমস্ত গ্রাহকদের জন্য এই প্ল্যানটি ভীষণ ই ভালো। তবে এই প্ল্যানের সাথে কোনো ডাটা দেওয়া হবে না। এই রিচার্জ প্ল্যান টি আপনারা ৪৩৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন।