নিউজ

পাসপোর্ট আবেদনের জন্য রইল সহজ ও নিরাপদ উপায়

এবার থেকে পাসপোর্ট পেতে গেলে মূল শংসাপত্র সঙ্গে রাখার প্রয়োজন নেই। এবার নাগরিকদের সুবিধার্থে বিদেশমন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে ডিজি লকার (DigiLocker) পরিষেবা। বিদেশমন্ত্রক পাসপোর্ট সেবা কর্মসূচির জন্য ডিজি লকার প্ল্যাটফর্মের সূচনা করেছে। এই নয়া নিয়ম চালু হলে পাসপোর্টের জন্য সঙ্গে রাখতে হবে না সমস্ত মূল নথি। কারণ ডিজি লকার প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রক্রিয়াটি আরও সহজ হবে। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ডিজি লকার প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন৷

পাসপোর্ট সেবা প্রোগ্রামের অধীনে ডিজি লকার প্ল্যাটফর্মটির সম্বন্ধে ভি মুরলিধরন বলেন, এই প্রক্রিয়াতে সঙ্গে রাখতে হবে না কোনো মূল নথি। কারণ এটি একটি কাগজবিহীন প্রক্রিয়া। এখানে পাসপোর্টের আবেদন প্রক্রিয়াও কাগজ বিহীন ভাবেই হবে। ডিজি লকার হল কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একটি উদ্যোগ। এটি পরিচালনার ভার বহন করছে মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন।

নাগরিকদের সুবিধার জন্য বিদেশমন্ত্রকের তরফে বেশ কিছু সুবিধা আনা হয়েছে। একদিকে যেমন পাসপোর্টের নিয়মকানুন সহজ করা হয়েছে তেমনি যিনি পাসপোর্টের আবেদন করবেন তার বাড়ির নিকটবর্তী স্থানে পাসপোর্ট তৈরির ব্যবস্থা করা হয়েছে৷ বড় অফিসগুলিতে পাসপোর্ট তৈরির কাজ চালু হয়েছে।

বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, ৪২৬টি পোস্ট অফিসে পাসপোর্ট কেন্দ্র চালু হয়েছে। বর্তমানে ৩৬টি পাসপোর্ট অফিস ও ৯৩টি পাসপোর্ট সেবা কেন্দ্রের সঙ্গে ৪২৬টি পোস্ট অফিস যুক্ত করা হয়েছে। অর্থাৎ বর্তমানে দেশের ৫৫৫টি জায়গস থেকে পাসপোর্ট তৈরি করা যাবে।

Related Articles