খেলাবিনোদন

প্রকাশ্যে বিরুষ্কার মেয়ের ছবি! কার মতো দেখতে হয়েছে বিরাট অনুষ্কার মেয়েকে

জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি করে বিরুষ্কার ঘর আলো করে এসেছে তাদের কন্যা সন্তান। চলতি মাসেই মা ও বাবা হয়েছেন বিরাট-অনুষ্কা। অনুষ্কার মেয়ে জন্ম নেওয়ার পর থেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছে একরত্তি। কেমন হয়েছে বিরুষ্কার মেয়েকে দেখতে তা নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। আর এবার অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে বিরাট অনুষ্কা কন্যা।

সদ্যই ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড সুপার স্টার অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন বিরাট। ১১ জানুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় অনুষ্কা(Anushka Sharma)। জন্মের পর থেকেই বিরুষ্কার মেয়ের এক ঝলক দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সকলে।

অনুষ্কার অন্তঃসত্ত্বাকালীন সময়ে বিরাট অনুষ্কার ভবিষ্যদ্বাণী জানিয়ে বিখ্যাত জ্যোতিষী পন্ডিত জগন্নাথ গুরুজির দাবি করেছিলেন ছেলে নয় বরং এক ফুটফুটে কন্যা সন্তানের মা হতে চলেছেন বিরাট পত্নী অনুষ্কা। জ্যোতিষীর কথামতোই কন্যা সন্তান এসেছে বিরুষ্কার ঘরে। আর তারপর থেকে অনুরাগীদের উৎসাহ আরও বেড়ে গিয়েছে বিরাট অনুষ্কার(Anushka Sharma) কন্যা সন্তানকে দেখার জন্য। আর এবার অনুরাগীদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল বিরুষ্কার মেয়ের ছবি। বলুনতো কার মাথায় দেখতে হয়েছে তাদের কন্যাকে?

কি মনে হয় সত্যিই বিরাটের(Virat Kohli) মেয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়? উহু, আসল ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিরুষ্কা কন্যার নামের ছবি আসলে বিরাট অনুষ্কার মেয়েই নয়। পরে, জানা যায় ছবিটি বিরাট অনুষ্কার মেয়ের নামে মিথ্যে চালানো হচ্ছে। যার জেরে বিরুষ্কার অনুরাগীরা ক্রমাগত ঘোল খাচ্ছেন। কিন্তু অন্যদিকে,বিরাটের কড়া নির্দেশ কোনও ভাবেই মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আনা হবে না।

Related Articles