লাইফ স্টাইল

Lifestyle: থাকবে না আর কোন অর্থ সংকট! চুপচাপ বাড়ির এই কোনে লাগান এই বিশেষ গাছ, যা ফলে আপনার জীবনে ঘটবে অর্থ বৃষ্টি

বাড়িতে ছোট ছোট টবে অনেকেই বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগিয়ে থাকেন। এমনকি বর্তমানে ঘরের ভেতরে সাজাতেও বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি হল মানিপ্লান্ট। মানিপ্ল্যান্ট হল একটি জনপ্রিয় ইন্ডোর প্ল্যান্ট।তবে বাস্তুবিদদের মতে, মানিপ্ল্যান্টের এমন একটি প্রজাতি আছে যা ঘরে রাখলে ঘরে অর্থনৈতিক সংকট দূর হবে এবং আর্থিক সমৃদ্ধি ঘটবে।

বাস্তুবিদদের মতে, ক্রাসুলা ওভাটা নামক এক ধরনের মানিপ্ল্যান্ট বাড়ির জন্য অত্যন্ত শুভ। এই গাছ প্রায় ১০০ দিন বাঁচে। এই গাছকে সঠিক যত্নের মধ্যে বাঁচিয়ে রাখলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।

বাড়িতে যেকোনো টেবিলের ওপর বা ঘরের কোনায় এই গাছ রাখলে অর্থনৈতিক সমৃদ্ধিও হতে পারে।

ক্রাসুলা ওভাটা নামক এই গাছটি যে কোন নার্সারিতে খুব সহজেই পাওয়া যেতে পারে। বাস্তুবিদদের মতে, এই গাছ বাড়িতে থাকলে ব্যবসায় উন্নতি সাধন হতে পারে। চিনা ফাংশুই মতে, টাকাকে আকর্ষণ করতে সক্ষম এই গাছ। তবে মনে অবিশ্বাস নিয়ে এই গাছ বাড়িতে রাখলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবেনা।

এই প্রতিবেদনে শেয়ার করা হলো ক্রাসুলা ওভাটা নামক এই গাছের কিছু উপকারিতা সম্বন্ধে:

বাড়ি থেকে বিভিন্ন নেগেটিভ এনার্জি দূর করতে এই গাছ খুবই উপকারী।
এই গাছের একটি পাতার সাহায্যে জন্ম নিতে পারে একটি নতুন গাছ। বাস্তুবিদদের মতে, এই গাছ বাড়িতে থাকলে কম টাকা দিয়ে জীবন শুরু করলেও পরবর্তীকালে জীবনে বড়ো হওয়া যেতে পারে।

এছাড়া এই গাছ বাড়িতে থাকলে শারীরিক দিক থেকেও সবসময় সুস্থ স্বাভাবিক থাকা যেতে পারে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদনটি লিখিত। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ‌ সকলের ক্ষেত্রে একই ফলাফল প্রযোজ্য নাও হতে পারে।

Related Articles