এবার কৃষক আন্দোলনের পাশে পপ আইকন রিহানা ও গ্রেটা থানবার্গ

কৃষক আন্দোলন নিয়ে উতপ্ত রাজনীতি। গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলন নিয়ে উতপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজপথ। ইতিমধ্যেই কৃষক আন্দোলনের সপক্ষে দাড়িয়েছে বহু তারকারা। আর এবার কৃষক আন্দোলনকে সমর্থন জানলেন পপ আইকন রিহানা ও গ্রেটা থানবার্গ।
কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ মঙ্গলবার রাতেই টুইট করেন। গ্রেটা টুইট করে লেখেন, ‘ আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি’।কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক পপ আইকন রিহানাও টুইট করেছেন।
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
My country is proud of our farmers and knows how important they are, I trust it will be addressed soon. We don’t need an outsider poking her nose in our internal matters!
— Pragyan Ojha (@pragyanojha) February 2, 2021
রিহানা টুইট করে কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে রিহানা টুইট করে, ‘ কেনও আমরা এ ব্যাপারে কথা বলছি না?’ আর এর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা লাখখানেক বেড়ে যায়।
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
এরপরেই রিহানার টুইট কোট করে কঙ্গনা রানাওয়াত মন্তব্য করেন, ‘এ নিয়ে কেউ কথা বলছে না কারণ ওরা কেউ চাষী নয়, ওরা জঙ্গি যারা ভারত ভাগ করতে চাইছে, যাতে চিন আমাদের এই শতধাবিভক্ত অসুরক্ষিত দেশ দখল করে নিতে পারে আর আমেরিকার মত ভারতকেও চিনা কলোনি বানাতে পারে। চুপচাপ থাক তুমি নির্বোধ, তোমাদের মত আমরা আমাদের দেশ বিক্রি করছি না’।