সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী, তুমুল ভাইরাল বিয়ের ছবি

টলি ও টেলি জগতে চলছে বিয়ের মরশুম। করোনা আবহেই কাছের আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ সারছেন একের পর এক তারকা জুটি। যেই তালিকায় রয়েছেন অভিনেতা অনির্বাণ-মধুরিমা(Anirban-Madhurima), গৌরব-দেবলীনা(Gourab-Devlina), সৌরভ-ত্বরিতা(Sourav-Twarita), ইমন-নীলাঞ্জন(Iman-Nilanjan), ওম-মিমি(Om-Mimi)।
এছাড়াও ৪ঠা ফেব্রুয়ারী, বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হবেন নীল-তৃণা(Nil-Trina)। পাশাপাশি সম্প্রতি গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়(Sohini Guha Roy) ও তার দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরী(Kallol Chowdhury)। সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। আর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের অন্যান্য মুহূর্তের ছবি।
যা প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। অন্যদিকে তাদের বিয়েতে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন টেলি জগতের অন্য তারকারাও। যে তালিকায় রয়েছেন অভিষেক বোস(Abhishek Bose), ঐশ্বর্য সেন(Aishwarya Sen), মিষ্টি দাস(Misty Das), ভাবনা বন্দ্যোপাধ্যায়(Bhabona Banerjee), প্রত্যুষা পাল(Pratyusha Paul), সম্রাট মুখার্জি(Samrat Mukherjee) সহ প্রমুখরা।
উল্লেখযোগ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘গঙ্গারাম’এ অভিনয় করছেন সোহিনী। যার মূল কাহিনী হল গঙ্গারাম ও টায়রার মধ্যে কীভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখানে দেখানো হয় স্যামি বিয়ের পিঁড়ি থেকে চলে যাওয়ার পর টায়রাকে বিয়ে দেওয়া হয় গ্রামের ছেলে গঙ্গারামের সাথে। এবার বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসলেন টায়রা ওরফে সোহিনী। তার বিয়েতে উপস্থিত ছিলেন ‘গঙ্গারাম’এর পুরো টিম।