ডুয়ার্সে অনুরাগীদের সঙ্গে লেন্সবন্দি জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

বলিউড তথা টলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং(Arijit Singh)। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তার মধ্যে নেই কোনো বিলাসবহুল ছোঁয়া। সর্বদা সাধারণভাবে থাকতে পছন্দ করেন তিনি। শুধু তাই নয় লাইমলাইট থেকেও নিজেকে সরিয়ে রাখেন এই শিল্পী। তবে করোনা আবহে গৃহবন্দী অবস্থায় থাকার পর, প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে ডুয়ার্স উড়ে গিয়েছিলেন তিনি। সাথে ছিল সম্পূর্ণ পরিবার।
জানা গিয়েছে, মঙ্গলবার নিজের পরিবারের সঙ্গে ডুয়ার্সের সামসিংয়ের কাছে সুনতালেখোলায় দেখা যায় তাকে। এরপর ডুয়ার্স ঘুরে বুধবার দুপুরে বাগডোগরা হয়ে ফিরে আসেন মুম্বাই। তাকে দেখা মাত্রই ভীড় জমান অনুগামীরা। প্রিয় গায়কের সাথে তোলেন একাধিক ছবি। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবিগুলি। উল্লেখযোগ্য, অরিজিৎ সিংয়ের গান শোনেননি, এরকম মানুষ নেই বললেই চলে।
তার খ্যাতি বর্তমানে জগৎজোড়া। এই বাঙালি গায়ক জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। খুব অল্প বয়স থেকেই গানের প্রতি ছিল তার অসম্ভব টান। সঙ্গীতের প্রথম পাঠ পেয়েছিলেন রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছ থেকে। তবে ধীরে ধীরে তার জীবনে আসতে থাকে একের পর এক চড়াই-উতরাই। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ নামক শোয়ে অংশগ্রহণ করতে মুম্বাই পা রাখেন তিনি। তবে বিজয়ী হতে পারেননি সেখানে।
এরপর ২০১০-১১ সাল নাগাদ সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকেই ক্রমশ পরিচিতি লাভ করতে থাকেন একজন সঙ্গীতশিল্পী হিসেবেও। যদিও ‘ফেম গুরুকুল’ শোয়ের এক প্রতিযোগীকে বিয়ে করেছিলেন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।
অবশেষে ২০১৪ সালে বিয়ে করেন ছোটোবেলার বান্ধবী কোয়েলকে। যিনি একদিকে ছিলেন বিবাহবিচ্ছিন্না, অন্যদিকে এক সন্তানের মা। তবে বর্তমানে বেশ সুখে সংসার করছেন তারা।