প্লাস্টিক সার্জারিতেই বিপদ! দু-দু’টি সিনেমা থেকে বাদ পরেছেন প্রিয়াঙ্কা!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস(Priyanka Chopra Jonas)। তার যাত্রা শুধুমাত্র বলিউডেই থেমে থাকেনি, পৌঁছেছে হলিউডেও। যদিও শুরু করেছিলেন তামিল সিনেমার দ্বারা। বর্তমানে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী। তবে চলার পথ মোটেই সহজ ছিল না, জীবনে এসেছে নানান চড়াই-উতরাই। কীভাবে সেইসব সমস্যার মোকাবিলা করেছেন তিনি, সেই সম্পর্কে লিখেছেন নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’এ।
সম্প্রতি প্রকাশিত হয়েছে তার এই বইটি। যেখানে তিনি লিখেছেন তার জীবনের যাবতীয় ঘটনা সম্পর্কে। সেখান থেকেই জানা গিয়েছে, নিজের প্লাস্টিক সার্জারির জন্য দুটি সিনেমায় অভিনয় করতে পারেননি তিনি। আসলে, পলিপেকটমি সার্জারি করার পর তার নাকের আকারে কিছুটা পরিবর্তন এসেছিল। কিন্তু তখন এই বিষয়ে গুজব রটে যে, তার মুখের সম্পূর্ণ আদল পাল্টে গিয়েছে। যার ফলে তাকে দুটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়।
বইটিতে তিনি আরও লিখেছেন প্রথমে তাকে ‘হামরাজ’ সিনেমার জন্য কাস্ট করা হয়েছিল। তবে বেশ কিছু কারণে সেই ছবিও হাত থেকে বেরিয়ে যায়। অবশেষে, ২০০২ সালে তামিল সিনেমা ‘থামিজান’এর দ্বারা অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। সেখানে তার বিপরীতে ছিলেন বিজয়(Vijay)। তামিল সিনেমার দ্বারা ডেবিউ করলেও, এই বিষয়টি নিয়ে বেশ স্বচ্ছন্দ বোধ করেন প্রিয়াঙ্কা।
পাশাপাশি তিনি জানান, সিনেমার সেটের সবাই খুবই ভালো ছিল। এছাড়া অভিনেতা বিজয়ের প্রশংসাও করেছেন তিনি। এরপর ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’এর দ্বারা বলিউডে অভিনয় শুরু করেন। অন্যদিকে বইতে তিনি লিখেছেন, এক পরিচালক তাকে ব্রেস্ট, হিপ ও জ’ সার্জারির কথা বলেছিলেন। যা শোনার পর বেশ কিছু মানসিক সমস্যা দেখা গিয়েছিল তার। তবে সব সামলে স্ব-মহিমায় ফিরে আসেন তিনি। এছাড়াও বইতে বাবার চলে যাওয়া, নিজের বিয়ে থেকে শুরু করে সমস্ত তথ্য তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।