ভাইরাল ভিডিও

মুখে করে টেনে নিয়ে তছনছ করে দিল আস্ত একটি গাড়ি, মুহূর্তে ভাইরাল বাঘের কান্ড

জলে কুমীর ডাঙায় বাঘ এরা নিজের রাজ্যে একাই একশো, একাই রাজা। বাঘের হাতে কেউ পড়লে তার প্রান সেদিনই শেষ। এমন হিংস্র বলিষ্ঠ প্রানীর অন্যপ্রানীদের শিকার করতে সিদ্ধহস্ত। এতদিন বাঘের সাথে অন্যন্য প্রানীদের লড়াই এর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তার শিকারীর রূপ ধরা পড়েছিল কিন্তু এবার একটি বাঘের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাঘ যে কতটা শক্তিশালী তা ধরা পড়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনার দৃশ্য সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির পিছন দিকের বাম্পার কামড়ে টেনে তছনছ করে ফেলেছে একটি হিংস্র বাঘ। তবে বাঘটি মোটেও প্রাপ্তবয়স্ক ছিল না , এটা ছিল বাঘের বাচ্চা। ভিডিওটিতে দেখা যাচ্ছে শুধু তছনছ করে ক্ষান্ত থাকেনি বাঘটি সে মুখে করে ক্রমশ টেনে নিয়ে যেতে লাগে গাড়িটিকে। তাকে অনেকে মিলে তাড়ানোর চেষ্টা করলেও কোন লাভ হয়নি। একটি বাচ্চা বাঘের এত শক্তি থাকতে পারে তা দেখেই হতভম্ব হয়ে গেছেন নেটিজেনরা।

জানা যাচ্ছে এই ঘটনাটি ব্যাঙ্গালোরে অবস্থিত বানেরঘট্টা নামক এক অঞ্চলের। ১৫ই জানুয়ারি এক মহিলা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রথম আপলোড করে। আর তারপর থেকেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

একজন বাচ্চা বাঘের গায়ে যদি এতো শক্তি থাকতে পারে তাহলে পূর্নবয়স্ক বাঘের দেহে কি পরিমান শক্তি থাকবে তা আন্দাজ করায় যায়। ইতিমধ্যে এই ঘটনার দৃশ্য প্রচুর শেয়ার হয়েছে আর অনেকেই শিউরে উঠছেন ভিডিওটি দেখে।

Related Articles