অফবিটলাইফ স্টাইল

দ্বিগুন যৌনতা বাড়িয়ে উদ্দাম সঙ্গম করতে চান? এই সুস্বাদু খাবার পাতে রাখলেই কেল্লা ফতে

সর্দি-কাশি থেকে ত্বকের যত্ন হাজারো সমস্যার সমাধানের চাবিকাঠি আছে। কিন্তু জানেন কি, যৌন উত্তেজনা তুঙ্গে তুলতেও বেশ কিছু জিনিষ আছে। কিন্তু অনেক সময় দীর্ঘদিন বাদে একে অপরের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হলেই সেই সম্পর্কে একটা দুরত্ব চলে আসে। তবে, দ্বিগুন যৌনতা বাড়িয়ে উদ্দাম সঙ্গম করতে চান তাহলে বেঁছে নিন এই জিনিস গুলো।

যদি আপনি যৌনতা বাড়িয়ে উদ্দাম সঙ্গম করতে চান- তবে, কফির জুড়ি মেলা ভার। ক্যাফেইনের মধ্যে প্রচুর পরিমাণ অ্য়ান্টি-অক্সিডেন্ট থাকে। যা শরীর ও মনকে চাঙ্গা করে তোলে।

যৌন মিলনের আগে কফি খেয়ে নিন ব্যাস কেল্লাফতে। আপনি কি জানেন যৌন উত্তেজনা দ্বিগুন বাড়িয়ে তুলতে পারে পালং শাক। পালং শাক যেমন স্বাস্থ্য সঠিক রাখে ঠিক তেমনই উত্তেজনা দ্বিগুন বাড়িয়ে তোলে। প্রচুর পরিমাণে আয়রণ, খনিজ থাকে, যা টেস্টোস্টেরনের ক্ষরণ নিয়ন্ত্রণ করায় অর্গ্যাজম এবং যৌন উত্তেজনা বাড়ে।

অন্যদিকে, সুখাদ্য বলে সবাই জানে চকোলেটকে। সম্পর্কের উষ্ণতা বাড়াতে চকোলেট খেলে সেরোটোনিন নির্গত হয়, যা ভেতর থেকে মনকে তরতাজা হয়ে যায়। যৌন উত্তেজনা তিনগুণ বাড়িতে তুলতে জুড়ি মেলা ভার তরমুজের। অন্যদিকে, তরমুজই ,পাতিলেবুর মিশ্রণ প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে। বিশেষজ্ঞদের মতে, যৌনতা বাড়িয়ে উদ্দাম সঙ্গম করতে বেদানার উপকারী।ছেলেদের টেস্টোস্টেরন লেভেল বাড়াতেও বেদনা অত্যন্ত কার্যকরী।

Related Articles