বিনোদন

পুটু পিসির বিয়েতে আত্মহারা চিনি আর সাজি! মুহূর্তে ভাইরাল গায়ে হলুদের পোস্ট

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ‘খড়কুটো’। খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিকটি। তাইতো সন্ধ্যে নামলেই টিভির পর্দায় চোখ রাখেন সকল দর্শকেরা। কয়েকদিন আগেই সেখানে বিয়ে হয়েছে বাবিন ও গুনগুনের। যার রেশ এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি কেউ।

তার ওপর গুনগুন ওরফে তৃণা সাহাও বাস্তব জীবনে আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে।

এরপর আরও একবার ধারাবাহিকে বিয়ের সানাই বাজতে চলেছে। কারণ খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন ধারাবাহিকের আদরের পুটু পিসি অর্থাৎ সোহিনী সেনগুপ্ত। নিজের অর্ধেক জীবন পেরিয়ে গেলেও, ভালোবাসার মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন পুটুপিসি। যার জেরে ভীষণভাবে খুশি চিনি, সাজি, বাবিন, গুনগুন ও অন্য সদস্যরা। তবে কনের বাড়ির সকলে খুশি হলেও বর অর্থাৎ সুকল্যাণের বাড়ির ছবি আলাদা।

কারণ, এই বিয়ে নিয়ে ঝুম একেবারেই খুশি নয়। তাইতো মা দেবলীনার কাছে সে অভিযোগ জানিয়েছে এতোদিন ধরে নিজের পরিচয় লুকিয়ে রাখার জন্য। আসলে সে যাকে এতোদিন নিজের বাবার জায়গায় দেখে এসেছে, এবার যখন তিনি বিয়ে করতে চলেছেন তাই ঝুমের বড্ড মন খারাপ। এবার কি এখন ঝুম কোনো বাধা সৃষ্টি করবে? নাকি ঠিকমতো বিয়ে সম্পন্ন হবে তা জানতে গেলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

অন্যদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের অনুষ্ঠান। তারই কিছু মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পুটুপিসির আদুরে দুই ভাইঝি সাজি ও চিনি। আসলে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র ও সোনাল মিশ্রা সেই ছবি ভাগ করেছেন নিজেদের ইনস্টাগ্রামের দেওয়ালে। যেখানে দেখা যাচ্ছে হলুদ রঙের শাড়ি পরিহিত অবস্থায় রয়েছেন পুটু পিসি। তবে সেখানে দেখা মেলেনি গুনগুনের।

Related Articles