খুদে সেলেব্রেটি ইউভানের সঙ্গে কোয়ালিটি টাইম রাজ-শুভশ্রীর, অন্তরঙ্গ ভিডিও তুমুল ভাইরাল

দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে রাজপুত্র ইউভান। বর্তমানে সোশ্যাল মিডিয়া সেন্সেশন রাজপুত্র। বড় বড় অভিনেতা অভিনেত্রীদের থেকে কোনও অংশে ফ্যানের সংখ্যা কম নয় ইউভানের। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সেলিব্রিটি ইউভান। আর এবার পরিবারকে নিয়ে ব্রান্ডেড গাড়িতে চেপে কোয়ালিটি টাইম কাটানোর জন্য ইউভান পাড়ি দিয়েছে ঘুরতে।
ইউভান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে অনেক ছবি পোস্ট করেছেন বাবা রাজ চক্রবর্তী। কখনও তিনি ছেলেকে কলকাতা চিনিয়েছেন। কখনও বাবার সঙ্গে খুনসুটিতে মেতেছে ইউভান। সেই সব মুহূর্ত নেটাগরিকেরা খুশি মনে উপভোগ করেছেন। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর নয়নের মণি ইউভান। আর এবার একমাত্র ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পরেছে মা বাবা।
গত ১২ সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্মেছিল ইউভান। এরপর থেকেই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া সেনশেশন হয়ে উঠেছে সে। মা শুভশ্রীর কাছে ছোট্ট ইউভান হলো রাউডি বেবি৷ ছেলেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে দেখা যায় মা শুভশ্রীকে। অনেকেই ইতিমধ্যে ইউভানকে টলিউডের তৈমুর আখ্যাও দিয়ে দিয়েছে। আর টলিউডের তৈমুরের প্রতি মুহূর্তের আপডেট পেতে আগ্রহী থাকে সকলে।
আর এবার ইউভান প্রেমীদের মনের সাধ পূরণ করে প্রকাশ্যে ইউভানের ঘুরতে যাওয়ার ছবি। এবার ব্রান্ডেড গাড়িতে চেপে মা, বাবা, ঠাকুমা, পিসির সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য বেরিয়ে পরেছে একরত্তি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে রাজ ও তার পরিবার উলুবেড়িয়ার দ্য আমায়া রিসর্টে গিয়েছেন। ভিডিওতে সাদা প্যান্ট ও সোয়েটশার্টে দেখা মিলেছে শুভশ্রীর। অন্যদিকে রাজ পরেছিলেন জিন্স ও কালো জ্যাকেট। ইউভানের পরনে ছিল সাদা রঙের পোশাক। ভিডিওতে ইউভানকে দেখে ঋতাভরী ‘পুতুল’ কমেন্ট করেছেন।