শাড়ি পরে রোম্যান্টিক গানে দুর্দান্ত নাচ ‘দিদি নং ১’-এর রচনা ব্যানার্জির, মুহূর্তেই ভাইরাল ভিডিও

টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী অভিনয়ের পাশাপাশি বেশ কিছু কাজ করতে ভালোবাসেন তিনি। তার মধ্যে একটি হল ইন্সটাগ্রামে রিল ভিডিও। মাঝেমধ্যেই ঠোঁট মিলিয়ে গানের তালে মুখ নাড়ান। আর সেই ভিডিও শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তবে রচনা যেমন অভিনয় জানেন তেমন নাচতেও ভালোবাসেন। বেশ কিছু নাচের ভিডিও তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। এছাড়া অভিনেত্রী ভালোবাসেন গাছ লাগাতে, নিজের ছেলেকে নিয়ে ঘুরতে যেতে কিংবা টলি পাড়ার দুঃস্থ শিল্পীদের সাহায্য করতে দেখা যায় তাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও শেয়ার করেছেন সুইট সিক্সটিন রচনা(Rachana Banerjee)। তাকে দেখা যাচ্ছে ‘সিম্বা’ ছবির একটি গান ‘তেরে বিন’-এ নাচ করতে। পরনে ফুল হাতা কালো ব্লাউজ ও কালো শাড়ি। কালো শাড়িতে রয়েছে অন্য রং-এর কাজ। আর এতেই তাকে আরও অল্পবয়স্কা লাগছে। আর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এছাড়া তিনি ‘দিদি নং ১’ এর সঞ্চালিকা। তাকে ছাড়া যেনো এই অনুষ্ঠান অসম্পূর্ণ। আগে তার জায়গায় অন্য একজন সঞ্চালিকাকে আনা হলেও তা দর্শকদের মনে ধরেনি। এরপর ফের রচনা ব্যানার্জীকে নিয়ে আসা হয়। প্রতিদিন বিকেলে সকলের ঘরে তার সঞ্চালিত ‘দিদি নং ১’ পৌঁছে যায়। গত ১০ বছর ধরে তিনি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন।
২০০০ সাল থেকে একের পর এক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে রচনা ব্যানার্জীকে(Rachana Banerjee)। তার মধ্যে অনেক ছবিই হিট হয়। টলিউড থেকে বলিউড তিনি সিনেমার পর্দায় পা রেখেছেন। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে ক্রমে রচনা নিজেকে দর্শকদের থেকে গুটিয়ে নেন।
তবে তিনি নিজেকে বড় পর্দা থেকে কেনো সরিয়ে নিয়েছেন তা স্পষ্ট জানা যায়নি।
তিনি একবার বলেছিলেন, নিজের ছেলেকে সময় দিতেই তার এই সিদ্ধান্ত। এতকিছুর পরও তিনি হাঁপিয়ে যান না। তার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। নিজের সৌন্দর্য্যকেও এই বয়সে এসে সুচারুভাবে ধরে রেখেছেন। তার সৌন্দর্য্যের চাবিকাঠি হল উচ্ছের জুস। তিনি প্রতিদিন নিয়ম করে উচ্ছের জুশ পান করেন। আর তার সঙ্গে রয়েছে শরীর চর্চা। নিয়ম করে প্রতিদিন শরীর চর্চা করেন অভিনেত্রী।