রাধে শ্যাম লুকে প্রভাস, টিজারেই ফিদা সাইবারবাসি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস(Prabhas)। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন যে ছবির মাধ্যমে, সেটি হল ‘বাহুবলী’। তার কর্মজগতে এই ছবির অবদান ঠিক কতখানি, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তার ছবি মানেই যে তা বক্সঅফিসে তুমুল সাফল্য লাভ করবে, তা এখন সকলেরই জানা।
যদিও ২০২০ সালের করোনা আবহ সিনেমা জগতের চিত্র পাল্টে দিয়েছে। লকডাউনের জেরে মুক্তি পায়নি বহু সিনেমা। প্রভাস শেষ কাজ করেছেন ‘সাহো’তে। এরপর আর তাকে দেখা যায়নি বড়ো পর্দায়। যার ফলে একপ্রকার হতাশ হয়েছিলেন তার অনুগামীরা। তবে চলতি বছরেই সুখবর দিলেন প্রভাস। কারণ, খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন সিনেমা ‘রাধে শ্যাম’।
This Valentine's Day Gift Of #Prabhas Anna #RadheShyamGlimpse Loved it Prabhas Looks 👌 @hegdepooja Your Voice ❤️👌 Looks Also Superb All The Very Best To Team #RadheShyam pic.twitter.com/KAlWHKyMrM
— Panja VaishnavTej (@VaishnavTejOffl) February 14, 2021
প্রেমদিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিন মুক্তি পেলো ‘রাধে শ্যাম’এর টিজার। আপাতত সেখানে দেখা যাচ্ছে রোমের স্টেশনে প্রেম নিবেদন ও প্রভাসের কয়েক ঝলক। তবে সম্পূর্ণ সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৩০শে জুলাই পর্যন্ত। কারণ, সেদিনই বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। জানা গিয়েছে হিন্দি, তামিল ও তেলেগু এই তিন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ইতিমধ্যেই প্রভাস ভক্তদের মধ্যে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। মুক্তি পেতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই সিনেমার টিজার। অন্যদিকে এক অনুরাগী ট্যুইটারে এই ছবির টিজার শেয়ার করে লিখেছেন, “প্রভাসের কাছ থেকে পাওয়া ভ্যালেন্টাইন্স ডে’র উপহার। প্রভাসের লুক অসাধারণ। টিম রাধে শ্যামের জন্য অনেক শুভকামনা রইলো।”