সুভশ্রীর সঙ্গে নয়, জীবনের প্রথম নায়িকার সঙ্গে আড্ডায় রাজ চক্রবর্তী

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ কী পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছিল, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নিজের প্রথম পরিচালিত সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ঝুলিতে এসেছে একের পর এক হিট সিনেমা। পাশাপাশি সেই সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার(Priyanka Sarkar)।
সম্প্রতি এই দুজনকে ফের একসাথে দেখা গিয়েছে। শনিবার দুপুরে প্রিয়াঙ্কা ও রাজকে দেখা গেলো আড্ডা দিতে। একইসাথে জানা গিয়েছে ফের দুজন কাজ করতে চলেছেন একসাথে। যেখানে রাজ পরিচালক নয় বরং অভিনেতা হিসেবেই করবেন কাজ। কি অবাক হলেন তো? তবে ঠিকই শুনছেন। সোহম চক্রবর্তী-প্রিয়াঙ্কা সরকার জুটির ‘কলকাতার হ্যারি’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করবেন রাজ।
বারাসাতে সেই সিনেমার শ্যুটিংয়ে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে রাজকে। শুধু তাই নয় সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন রাজ। আর ক্যাপশনে লিখেছেন, ”আমার প্রথম ছবির নায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে। আমি যখনই অভিনয় করি, তখন আমার বিপরীতে প্রিয়াঙ্কাই থাকে। তবে এখনও ও প্রথমদিনের মতোই নিষ্পাপ রয়ে গিয়েছে। আমার মনে হয় আমি যদি এখন আবার চিরদিনি বানাই, ওকে সেরকমই লাগবে দেখতে যেমন ও পল্লবী হিসেবে কাজ করেছিল।”
Back together (😉)
Creating some more magic 💫
It's always very special working with @iamrajchoco#OnSet#KolkatarHarry pic.twitter.com/gbbxe2boon— Priyanka Sarkar (@PriyankaSarkarB) January 30, 2021
তবে শুধু রাজ একাই নন, আড্ডার ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কাও। লিখেছেন, “আবারও একসাথে ম্যাজিক তৈরি করছি। রাজের সাথে কাজ করাটা সবসময় স্পেশাল ব্যাপার।” উল্লেখযোগ্য, রাজদীপ ঘোষ পরিচালিত ‘কলকাতার হ্যারি’ ছবিতে সোহম-প্রিয়াঙ্কা জুটির সাথে রাজ চক্রবর্তী ছাড়াও কাজ করবেন অরিন্দম গুহ, লাবনী সরকার, ঐশী গুহ ঠাকুরতা প্রমুখ।