বিনোদনভাইরাল ভিডিও

শুভশ্রীর বুকের মাঝে মুখ গুঁজে রাজ, আদরে সোহাগে ভরিয়ে দিলো ভালবাসার দিনে, রোমান্টিক ভিডিও ভাইরাল

তাদের জীবন যেন কোনো রূপকথার চেয়ে কম নয়। হাজারো বাধাবিপত্তি কাটিয়ে এখন সুখে সংসার করছেন তারা। পাশাপাশি গত সেপ্টেম্বরে পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান। হ্যাঁ, ঠিকই ধরেছেন তারা হলেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Subhasree Ganguly)। ছেলে ইউভানকে(Yuvaan) নিয়ে ভালোবাসায় পরিপূর্ণ তাদের জীবন।

সম্প্রতি ১৪ই ফেব্রুয়ারী প্রেমদিবসে আদরমাখা একটি ছবি প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রামের মাধ্যমে। অভিনেত্রীর শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে তার বুকে মুখ গুঁজে রয়েছেন স্বামী রাজ। একইসাথে তার কোলে রয়েছে ছেলে ইউভান। যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। প্রচুর কমেন্টসহ মূহুর্তে ভাইরাল তাদের এই ছবি।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আরও কিছু ছবি পোস্ট করেছিলেন রাজ। যেটি ছিল কলকাতার নামীদামী একটি ক্লাবে পার্টির দৃশ্য। সেখানে শুভশ্রীর পরনে ছিল কালো সাইড স্লিটেড গাউন ও রাজের পরনে ছিল সবুজ ব্লেজার। সেখানে ‘রাজশ্রী’ জুটি ছাড়াও তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। আসলে করোনা আবহে গৃহবন্দী থাকার পর, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তারা।

উল্লেখযোগ্য, গর্ভাবস্থায় অভিনয় জগত থেকে পুরোপুরি বিরতি নিয়েছিলেন শুভশ্রী। একইসাথে মাতৃত্বের কারণে বেড়ে গিয়েছে ওজন। তবে সন্তান কিছুটা বড়ো হয়ে যাওয়ায়, ফের ফিরতে চলেছেন কাজে। ইতিমধ্যেই পুরোদমে শরীরচর্চা শুরু করে দিয়েছেন তিনি। শুধু তাই নয় যারা সদ্য মা হয়েছেন তাদেরকেও দিচ্ছেন টিপস। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই স্ব-মহিমায় পর্দায় ফিরবেন তিনি।

Related Articles