একরত্তি ইউভানকে ছেরে নাইট ক্লাবে হাজির শুভশ্রী! স্বামী ও বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল

দেখতে দেখতে বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে রাজ-শুভশ্রী পুত্র ইউভান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠেছে রাজপুত্র। এক রত্তির কাণ্ডকারখানা দেখার জন্য অপেক্ষা করে থাকে সকলে। কিন্ত ছেলে একটু বড় হতেই ছেলেকে ভুলে নাইট ক্লাবে হাজির রাজ শুভশ্রী।
ইউভান শুধু স্টার কিডই নয়, সে বর্তমানে সোশ্যাল মিডিয়া সেন্সেশন। যত দিন বাড়ছে ততই তার ফ্যানের সংখ্যাও বেড়ে চলেছে। কয়েক মাস বয়স হলেও বড় বড় অভিনেতা অভিনেত্রীদের থেকে তার জনপ্রিয়তা কিছু কম নয় তার। টলিপাড়ায় তাকে তার স্টার মা বাবা নয় বরং নিজের পরিচয়েই চেনে সকলে। যদিও বর্তমানে একটু বড় হয়েছে রাজ-শুভশ্রীর ছেলে। এমনিতেই শীত কাল। শীত মানেই বাঙালির মন করে ঘুরতে যেতে পার্টি করতে। আর সেই তালিকা থেকে বাদ নেই রাজ-শুভশ্রীও। ছেলে একটু বড় হতেই পার্টি করতে বেরিয়ে পরেছেন রাজ-শুভশ্রী।
ইউভানকে বাড়িতে রেখেই নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে দেদার পাল্লা দিয়ে নাচে মত্ত রাজ-শুভশ্রী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুভশ্রীর পার্টি মুডের ছবি। একরত্তি ছেলেকে ভুলে খোলা চুলে নাচের তালে ড্রেস পায়ের থেকে হালকা সরে গিয়েছে সেই অবস্থাতেই কখনও রাজের সঙ্গে হুল্লোড় করছেন তো কখনও বন্ধুদের সঙ্গে চুটিয়ে নাচ করছেন শুভশ্রী। শুভশ্রী তার ও রাজের নাচের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘Dance like nobody is watching you’।
স্বাভাবিক ভাবেই ছেলে হওয়াতে বেশ কিছুটা ওজন বেড়েছে শুভশ্রীর। আর তাই ইতিমধ্যেই জিমে যাওয়াও শুরু করে দিয়েছেন তিনি। কখনও সিড়ি ভেঙ্গে মেদ ঝরাচ্ছেন তো কখনও জিমে গিয়ে বেলি ফ্যাট কমানোর চেষ্টায় চালাচ্ছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সব ছবি। বলে রাখি, রবিবার সকালে শুভশ্রী তার জিমের ছবি পোস্ট করেন আর রাতেই কিন্তু পার্টির ছবি আপলোড করেন তিনি।