বিনোদনভাইরাল ভিডিও

ধুতি পাঞ্জাবিতে ছোট্ট ইউভান, একরত্তির অন্নপ্রাশন সেরে ফেললেন রাজ-শুভশ্রী, ভাইরাল সেই ভিদিও

টলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Subhasree Ganguly)। তাদের পরিচয় কর্মসূত্রে হলেও ধীরে ধীরে শুরু হয় প্রেম। অবশেষে ২০১৮ সালের ৬ই মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কাজ, সংসার মিলিয়ে বেশ আনন্দে দিন কাটাচ্ছিলেন ‘রাজশ্রী’ জুটি। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে জন্ম হয় প্রথম সন্তান ইউভানের(Yuvaan)।

বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের নয়নের মণি সে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতেও তার অনুগামীর সংখ্যা কম নয়। রাজ-শুভশ্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই তা বোঝা যাবে। দেখতে দেখতে ছয় মাস বয়স হল তার। এবার সম্প্রতি সম্পন্ন হল তার অন্নপ্রাশনের অনুষ্ঠান। মামাবাড়িতে দাদুর হাতে প্রথম ভাত খেলো সে। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী।

যেখানে দেখা যাচ্ছে মুখে পায়েস তুলে দিতেই রীতিমতো কান্না জুড়ে দেয় সে। শুধু তাই নয় এদিক ওদিক করে পায়েস সারা গালে মেখে একাকার অবস্থা। পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিও। পাশাপাশি অনুগামীরা দেখে বেশ মজা পেয়েছেন। এদিন ইউভানের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। শুভশ্রী পরেছিলেন শাড়ি, সোনার গয়না আর রাজের ছিল পেস্তা-সবুজ পাঞ্জাবি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবেশী ও আত্মীয়রা। উল্লেখযোগ্য, করোনা আক্রান্ত হয়ে রাজের বাবার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছিল তাদের জীবনে। এই অবস্থায় ইউভানের জন্ম আরও একবার আশার আলো নিয়ে এসেছে। ছেলেকে নিয়েই বেশিরভাগ সময় কেটে যায় রাজ ও শুভশ্রীর। তবে একইসাথে ধীরে ধীরে কর্মজগতেও ফিরছেন তারা।

Related Articles