রাজ-শুভশ্রীর একমাত্র ছেলে ‘ইউভান’ মুহূর্তের মধ্যে বদলে হয়ে গেল বিরুষ্কার মেয়ে ‘ভামিকা’!

এতদিন রাজ শুভশ্রীর ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। ছোট্ট ইউভানের প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। এতদিন টলিউডের এই তারকাপুত্র নেট সেনসশন হয়ে উঠেছিল। তবে এবার লাইমলাইটের সামনে এলেন আরেক তারকাকন্যা। এখন তাকে নিয়েই চলছে হইচই।
প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। অনুরাগী ও ভক্তদের এই খুশির খবর সোশ্যাল মিডিয়া মারফত শেয়ার করেছিলেন বিরুষ্কা। ইতিমধ্যেই অভিনন্দন শুভেচ্ছার ঝড় বয়ে গেছে।
বর্তমানে বিরাট ও অনুষ্কার সন্তানের ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা। আর তারমধ্যেই ঘটেছে এক অদ্ভুত কান্ড। রাজ শুভশ্রীর ছেলে ইউভান হয়ে গেছে বিরাট অনুষ্কার ভূমিকা। বলিউড সিটি নামের একটি ইউটিউব চ্যানেল ছোট্ট ইউভানকে অনুষ্কার মেয়ে বানিয়ে দিয়েছে।
উক্ত ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে বিরুষ্কা সন্তান ভামিকাকে যে যা উপহার পাঠিয়েছেন তা উঠে এসেছে। এসব ঠিক থাকলেও চোখ আটকেছে ভিডিওর শুরুর প্রথমে। যেখানে দেখা যাচ্ছে বিরাট যে শিশুকে কোলে নিয়েছেন সে আসলে 4 মাসের ইউভান।
ইউভানকে কোলে নিয়ে থাকা ছবিটিকে আসলে ফটোশপের মাধ্যমে রাজের মুখের পরিবর্তে বিরাটের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। আর এই বিষয়টি বুঝতে বেশী সময় লাগেনি ফ্যানেদের। আসল এবং নকল ছবিটিকে পাশাপাশি রেখে ফটোশপের কারসাজি দেখিয়ে দেওয়া হয়েছে। আর মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি শুভশ্রী ও রাজ।