বিনোদনভাইরাল ভিডিও

একরত্তি ছেলেকে উপরে তুলে এ কী করছেন শুভশ্রী, ইউভানকে নিয়ে খুব ব্যাস্ত রাজ-শুভশ্রী

টলিউডের অন্যতম পাওয়ার কাপল রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলি(Subhashree Ganguly)। তাদের জীবন যেন ঠিক কোনো রূপকথার মতোন। প্রথম আলাপ হয়েছিল কর্মসূত্রে, তারপর প্রেম অবশেষে বিবাহ। ২০১৮ সালের ৬ই মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এরপর হাজারো ঝড়ঝাপটা সামলে অবশেষে মা-বাবা হয়েছেন এই তারকা জুটি।

আসলে করোনা আক্রান্ত হয়ে রাজের বাবার মৃত্যুর পর তাদের পরিবারে নেমে এসেছিল শোকের অন্ধকার। তবে এই পরিস্থিতিতে পরিবার আলো করে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান ইউভান। বর্তমানে চুটিয়ে মাতৃত্ব ও পিতৃত্ব উপভোগ করছেন তারা। এক কথায় বলতে গেলে ছেলেকে নিয়েই কেটে যাচ্ছে তাদের দিন। জন্মের পর থেকেই তারা ছেলের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আর অন্যদিকে ছেলে ইউভানও(Yuvaan Chakraborty) রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে। কারণ, বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলবে তার প্রচুর ছবি। সম্প্রতি শুভশ্রীর ফ্যানপেজ থেকে পোস্ট করা হয়েছে সেরকমই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ছেলেকে উঁচু করে করে খেলছেন এই অভিনেত্রী। যা দেখে মনে হচ্ছে যেন পুতুলের সাথে খেলছেন তিনি।

মা ও সন্তানের এই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। কমেন্টে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। পোস্ট হয়েছে আরও একটি ছবি, যেখানে নীল শার্ট ও গলায় তোয়ালে জড়ানো অবস্থায় দেখা গিয়েছে জুনিয়র চক্রবর্তীকে। চারমাস বয়সেই রীতিমতো ফ্যাশন আইকন হয়ে উঠেছে সে। তার ছবি দেখার জন্য একপ্রকার অপেক্ষা করে থাকেন সকলে।

Related Articles