শাহের ফোন, দিল্লি যাচ্ছেন রাজীব, আজই বিজেপিতে যোগদান

গত ২২শে জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এরপর জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। কানাঘুষো শোনা যায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন। এবার সেই আশঙ্কাই সত্যি হল। শুক্রবার সকালে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এরপর বিশেষ চাটার্ড বিমান পাঠানো হয়। এবার সেই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
তবে তিনি একা নন, সূত্রের মাধ্যমে জানা গিয়েছে তার সঙ্গে যাবেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষাল (Prabir Ghosal), রথীন চক্রবর্তী (Rathin Chakraborty)। তবে বিজেপির তরফে স্পষ্টভাবে কিছু ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, দিল্লি যাওয়ার পর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলার সফর বাতিল হয়েছে, কিন্তু তিনি ফার্স্ট বয়কে প্রাধান্য দিয়েছেন।
সম্ভবত এরপরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J. P. Nadda) হাত ধরেই বিজেপিতে যোগ দেবেন রাজীব। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলার সফর বাতিল হয়ে যায়। কিন্তু তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য বিশেষ বিমান প্রেরণ করেছেন। যদিও প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আগে থেকেই গুঞ্জন চলছিল।
তার বারবার তৃনমূলের মিটিং -এ অনুপস্থিতি কিংবা এই ধরনের কাজগুলি আরও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিল ভবিষ্যতের কথা। গত ২২শে জানুয়ারি তৃনমূলের মন্ত্রীত্ব পদ থেকে প্রথমে ইস্তফা গ্রহণ করেন রাজীব। এরপর শুক্রবার দলের প্রাথমিক সদস্য পদ ও বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ৩১শে জানুয়ারি জুমুরজলায় সভা হবে। আর সেই সভায় বিজেপিতে যোগ দেবেন বেশ কিছু নেতা নেত্রী। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থসকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।