বিনোদন

নিজের স্বামী থাকতেও বিগ বসের ঘরে রুবিনার স্বামীর সন্তানের মা হতে চাইলেন রাখি

বিগ বস মানেই সেখানে ঘটবে নানান ধরণের অদ্ভুত ঘটনা। আর বিগ বসের ঘরে সেলেবদের কীর্তিকলাপ দেখতে ভারী পছন্দ করে দর্শকরাও। ইতিমধ্যেই বিগ বস ১৪-র খেলা জমে উঠেছে ঘরের ভিতর চ্যালেঞ্জার্স হিসাবে একঝাঁক পুরোনো খিলাড়ি প্রবেশের পর থেকে। রাখি সাওয়ান্ত বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই রয়েছেন সংবাদের শিরোনামে। এবার রাখি বিবাহিত হয়েও অন্য বিবাহিত পুরুষের সন্তানের মা হতে চাওয়ায় চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে সকলের।

বিগ বস সিজন ১-এ প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করেছিলেন রাখি। প্রায় দেড় দশক পর আবারও দেশের চর্চিত রিয়ালিটি শোয়ের মঞ্চে ফিরছেন রাখি। বিগ বসের জার্নি শুরু করবার আগে রাখি জানিয়েছিলে তিনি বিয়ে করেছেন। কিন্তু আজ পর্যন্ত রাখির আর তার স্বামী রিতেশকে একই সঙ্গে দেখেনি কেউ। এরই মাঝে একবার রাখি বলেছিলেন বিয়ে করাটা নাকি তাঁর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত। অন্যদিকে আবার বিগ বসের ঘরে এসে বিগ বসের আরেক প্রতিযোগী রুবিনার স্বামী অভিনাবের প্রেমে পড়েছেন রাখি।

রুবিনার সামনেই অভিনবকে রাখি পছন্দ করেন তার সঙ্গে থাকতে চান বলে অকপটে স্বীকার করেছেন। কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে রুবিনার সামনে তাঁর স্বামীর বাচ্চার মা হতে চান রাখি। রাখি সরাসরি জানান রীতেশ নয় বরং সে অভিনব শুক্লার স্পামের মা হতে চান।

রাখি কথায়, রাখি তার নিজের ডিম্বানু সংরক্ষণ করে রেখেছেন। অভিনব যেন ‘স্পার্ম ডোনেট’ করেন রাখির জন্য। এরপর অভিনবর সাথে কফি ও সিনেমা ডেটে যেতে চান বলে জানান রাখি। রাখির অদ্ভুত দাবি শুনে সকলেই হতবাক। অন্যদিকে নিজের স্বামী রীতেশ সম্পর্কেও মুখ খুলেছে রাখি। বিগ বসের আরেক প্রতিযোগী সোনালিকে রাখি বলেন, রীতেশ রাখির থেকে ডিভোর্স চাইছে। যদি বিচ্ছেদ নাও হয়, তাতেও তাঁদের কোনও সন্তান হলে রীতেশ সেই সন্তানের প্রতি পিতৃধর্ম পালন করবেন না। আর এসবের জন্যেই ধীরে ধীরে রাখির মন সরে যাচ্ছে রীতেশের থেকে।

Related Articles