দাদু হওয়ার আনন্দে আত্মহারা রণধীর কাপুর, সিক্রেট ফাঁস বেগম করিনার

বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম হলেন সঈফ আলি খান(Saif Ali Khan) ও করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। কিছু বছর আগে তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান তৈমুর। আরও একবার তাদের পরিবারে খুশির হাওয়া। তবে শুধু খান পরিবারই নয়, কাপুর পরিবারেও একই ছবি। কারণ, খুব শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন করিনা। কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন তিনি।
এই বিষয়ে সঈফ জানিয়েছিলেন ফেব্রুয়ারির প্রথমদিকেই ডেলিভারি হবে করিনার। প্রথম সপ্তাহ কাটতেই, অনুরাগীদের মধ্যে যেন উত্তেজনা বেড়ে গিয়েছে বহু মাত্রায়। তারই মাঝে সকলকে সুখবর দিলেন রণধীর কাপুর(Randhir Kapoor)। আরও একবার দাদু হওয়ার খুশিতে একপ্রকার উচ্ছ্বসিত তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, ‘চিকিৎসকরা করিনাকে ১৫ই ফেব্রুয়ারি ডেট দিয়েছেন।’
যেই কারণে খুশির জোয়ার দুই পরিবারে। এক জ্যোতিষী নাকি জানিয়েছেন কন্যা সন্তান হবে ‘সঈফিনা’ জুটির। তবে এরই মাঝে বিষাদের ছায়া কাপুর পরিবারে। কারণ, মঙ্গলবার রণধীর কাপুর ও ঋষি কাপুরের ছোট ভাই রাজীব কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যার ফলে স্বাভাবিকভাবেই শোকের অন্ধকার নেমেছে তাদের পরিবারে। কিন্তু নতুন সদস্যকে স্বাগত করায় কোনো খামতি রাখছেন না তারা।
উল্লেখযোগ্য, দ্বিতীয় সন্তানকে জন্ম দেওয়ার আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ‘সঈফিনা’ জুটি। জানা গিয়েছে সন্তান জন্মানোর আগে বাড়ি পরিবর্তন করেছেন তারা। আসলে তাদের মতে তৈমুরের বেলায় যা করতে পারেননি, সেটাই বাস্তবায়িত করে দেখাবেন এবার।
ঠিক করেছেন এই সন্তানকে পুরোপুরি ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে রাখবেন, প্রকাশ্যে আনবেন না কোনো ছবি। এছাড়া বাড়িতে আসতে দেবেন না কাউকে। লাইমলাইট থেকে সম্পূর্ণ দূরে রাখবেন আগত সন্তানকে।