বিগ বসের ঘরে বিরল ঘটনা, প্রস্রাবে ভিজে গেল রাখি সাওয়ান্তের প্যান্ট! নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও

সলমন খান সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। বর্তমানে কালার্স চ্যানেলে এই শোয়ের ১৪তম সিজন সম্প্রচারিত হচ্ছে। সম্প্রতি এই শো থেকে অস্বস্তিকর একটি পরিস্থিতির কথা উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে প্রতিযোগী রাখী সাওয়ান্তের সাথে। আসলে বিগ বসের ঘরের প্রত্যেকটি অংশ দখল করা নিয়ে আয়োজিত হয়েছিল একটি টাস্ক।
যেই কারণে সমস্ত প্রতিযোগীদের লাল ও হলুদ এই দুটি দলে ভাগ করা হয়েছিল। যার মধ্যে হলুদ দল দখল করে টয়লেট ও লাল দল দখল করে বেডরুম। হলুদ দলের এক সদস্য আরশি খান টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে অন্যদের টয়লেট ব্যবহার করতে বাধা দেন। তবে রাখীর কিছু শারীরিক সমস্যার থাকার কারণে বারবার টয়লেট যাওয়াটা জরুরি ছিল।
কিন্তু আরশিকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি টয়লেটে যেতে দেননি রাখীকে(Rakhi Sawant)। যেই কারণে রাখীর প্যান্ট প্রস্রাবে ভিজে যায়? এই অবস্থায় অন্য দুই প্রতিযোগী রুবিনা দিলায়েক ও রাহুল বৈদ্য তাকে সাহায্য করেন। এরপর অন্য একটি টয়লেটে গিয়ে নিজের পোশাক পরিবর্তন করে ফের টাস্কে অংশগ্রহণ কনেন রাখী। ঘটনাটি সামনে আসতেই সমালোচনা করেছেন নেটিজেনরা।
উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গত বছর রাখী জানিয়েছিলেন তিনি রীতেশ পান্ডেকে বিয়ে করেছেন। হিন্দু ও খ্রীস্টান এই দুই রীতি মেনে বিয়ে হয়েছিল তাদের। তবে স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে, বারবার এড়িয়ে গেছেন রাখী। যদিও তিনি জানিয়েছেন, রীতেশ আসলে খুব লাজুক, তাই তিনি ক্যামেরার সামনে আসতে চান না। অন্যদিকে রাখী সোনালিকে জানিয়েছেন, রীতেশ তার কাছ থেকে নাকি ডিভোর্স চেয়েছেন।