অফবিটনিউজ

দেখা মিলল কপালে চোখ-ওয়ালা বিরল ছাগলের, ‘ঈশ্বর’ ভেবে আশীর্বাদ নেয়ার তুমুল হিড়িক

আমরা সকলেই ছাগল প্রাণীটির সঙ্গে বেশ পরিচিত। ছাগল কেমন দেখতে বা তার আদবকায়দা কেমন সকলেই জানি। গ্রামবাংলার মানুষ সচক্ষে দেখলেও শহরের অনেক মানুষ বইতে ছবি দেখেছেন বা ইন্টারনেটে। তাই ছাগল দেখলে সচরাচর কেউ অবাক হয়ে তাকে দেখে না। কিন্তু উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় একটি গ্রামে একটি ছাগল ছানাকে দেখতে ভিড় করেছেন সকলে। সেই গ্রামের লোক থেকে শুরু করে আশেপাশের গ্রাম থেকেও ছাগল ছানাটিকে সকলে দেখতে আসছেন৷

কিছুদিন আগেই জন্ম নিয়েছে ছাগলটি। বর্তমানে তার আদর আপ্যায়নের কোনো ত্রুটি নেই। সবসময় তাকে খেতে দেওয়া হচ্ছে নানান জিনিস। কিন্তু সামান্য ছাগলের ছানাকে দেখতে এত হুড়োহুড়ি কেনো পড়েছে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। নূরপুর পুলিশ সার্কেলের মধ্যে মোড়াহাট গ্রামের বাসিন্দা মাসিয়া জানান তিনি বহুদিন ধরেই ছাগল পোষেন।

তার মধ্যে একটি ছাগল কিছুদিন আগে দুটি ছানার জন্ম দেয়। আর সেই ছানাদের একটি স্বাভাবিক ভাবে জন্ম নিলেও অপর ছানাটির কপালে দুটি বড় বড় চোখ। এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এরপর চারিদিক থেকে মানুষের ঢল আসতে থাকে ছাগলটিকে দেখার জন্য।

কেউ কেউ এটিকে কপালে চোখ থাকায় ‘মহাদেবের আশীর্বাদ’ বলেছেন। ছাগল ছানাটিকে নৈবেদ্য খাওয়ানো শুরু হয়েছে। কারণ তারা মনে করছেন এটি ‘ভগবানের আশীর্বাদ’। ওই অঞ্চলের একজন পশু বিশেষজ্ঞ পুরষ্ক রথি জানিয়েছেন, “ছাগল ছানাটি স্বাভাবিক নয়, আর এরা বেশিদিন বাঁচে না। তাই এটিকে ভগবানের দান বলার মধ্যে কোনো যৌক্তিকতা নেই”।

Related Articles