রাজকীয় খাবারে ভরপুর সৌরভ-ত্বরিতার রিসেপশন, অভিনেত্রী সন্দীপ্তা ফাঁস করলেন অনুষ্ঠানের মেনু

সাম্প্রতিক সময়ে টেলিভিশন জগতে যেন শুরু হয়েছে বিয়ের মরশুম। একের পর এক তারকারা আবদ্ধ হয়ে চলেছেন বিবাহবন্ধনে। সেই তালিকায় এবার যোগ হল সৌরভ ও ত্বরিতার নাম। মহা আড়ম্বরের সাথে বিবাহ সম্পন্ন হল তাদের, শেষ হয়েছে রিসেপশন পার্টিও। যেখানে তৈরি হয়েছিল এক রাজকীয় পরিবেশ। সেখানকার অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “যদিও আমি রিসেপশনে একটু দেরি করেই পৌঁছেছিলাম, তবে আড্ডায় একটুও ঘাটতি পড়েনি। সকলের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছি। ওদেরকে এতোদিন ধরে চিনি তাই, ওদের আত্মীয়রাও এখন আমার আত্মীয় হয়ে গিয়েছে। শুধু তাই নয় আমার তো ত্বরিতার স্কুলের বন্ধুদের সঙ্গেও বন্ধুত্ব রয়েছে। রিসেপশনে আমরা প্রচুর শুধু আড্ডা দিয়েছি। আবার সেই পুরোনো জীবন, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো।”
উল্লেখযোগ্য, বিয়ে ও রিসেপশন সম্পন্ন হয়েছে ‘উত্তীর্ণ’তে। দু’দিনের সাজানো ছিল আলাদা আলাদা, তবে সবটা ছিল দেখার মতোন। বিয়ের দিন দুজনকেই অসাধারণ দেখতে লাগছিল। আর বৌভাতেও ছিল একই দৃশ্য। সন্দীপ্তা জানিয়েছেন দামী ক্যামেরায় সব ছবি তুলেছেন তিনি। তবে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল বিয়ে বাড়ির খাবার-দাবার।
কারণ, মেন্যুতে যা ছিল তা দেখে জিভে জল আসতে পারে সকলের। আসুন জেনে নেওয়া যাক কী কী ছিল সেদিন সেখানে। ছিল মাটন কিমা, বেবি নান, চিকেন লেগপিস, পিস পোলাও, মাটন কষা, লাউ পাতা দিয়ে ভেটকি পাতুরি। আর ডেসার্টের মধ্যে ছিল, নলেন গুড়ের মালপোয়া, নলেন গুড়ের আইসক্রিম। খেয়ে সন্দীপ্তা জানিয়েছেন এসব খাবারের স্বাদ তিনি জন্ম জন্মান্তরেও ভুলবেন না। সবশেষে তিনি সৌরভ-ত্বরিতার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।