নিউজ

শুরুতেই গালওয়ানে চিন-ভারতের তুমুল সংঘর্ষ, রেকর্ড ডাউলনোড FAU-G

গত ২৪ ঘন্টায় ১ মিলিয়ন গেমার ইন্টারনেট থেকে FAU-G ডাউনলোড করেছেন। আর এটি গড়েছে রেকর্ড। কারণ এত অল্প সময়ের মধ্যে কোনো গেম ডাউনলোড সংখ্যা এত বড় অংকের হয়নি। তাই মাত্র ২৪ ঘন্টা সময়ে FAU-G-এর ডাউনলোডকারীর সংখ্যা দেখে হতবাক অনেকেই। কিন্তু এতটা জনপ্রিয় হওয়ার কারণ কী? বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত PUBG-এর জনপ্রিয়তা অনুঘটক হিসেবে কাজ করেছে FAU-G এর।

আর তার জন্যই ডাউনলোড সংখ্যা এত অল্প সময়ের মধ্যে বৃহৎ সংখ্যা ধারণ করেছে। nCore এর তৈরি FAU-G এর নাম Fearless and United Guards। অর্থাৎ সংক্ষেপে FAU-G। এই গেমটির মধ্যে গালওয়ান উপত্যকার ঘটনাকে তুলে ধরা হয়েছে। কিন্তু গালওয়ান উপত্যকাকে কেনো তুলে ধরা হলো? এর উত্তরে CEO জানান, “ভারতে যদি কোনো গেম তৈরি করা হয় তবে সেই গেমটির মধ্যে ভারতের কোনো একটি ঘটনাকে দেখানো ভালো।

তাহলে গেমাররা নিজের দেশের ঘটনাটি দেখার মধ্যে দিয়ে গেমটির সঙ্গে অনুভূতিকে আরও দৃঢ় করতে পারবে। যেহেতু সাম্প্রতিক কালের মধ্যে আমরা দেখেছি ভারতের গালোয়ান উপত্যকায় শত্রুদের বিরুদ্ধে আমাদের ভারতীয় সৈন্যদের লড়াই। সেখানে চিনের সেনারা যেভাবে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে লোহার রড ও কাঁটাতার জড়ানো ব্যাট দিয়ে ভারতীয় সেনাদের প্রাণ কেড়ে নিয়েছে। তাই এই গেমটির থিম এমনভাবে বানানো হয়েছে”।

এখনও পর্যন্ত FAU-G গেমটি রেজিস্ট্রেশন করেছে প্রায় ৫ মিলিয়ন গেমার। যদিও গেমটি অ্যাকশন গেমের থেকে সম্পূর্ণ আলাদা। FAU-G এর মাধ্যমে ভারতীয় সেনাদের তুলে ধরা হয়েছে। সীমান্তে তাদের কীভাবে শত্রুদের সঙ্গে লড়তে হয়, এই দেশকে ভারতীয় সেনারা কীভাবে রক্ষা করেন তার স্পষ্ট ছাপ রয়েছে FAU-G তে।

Related Articles