বিনোদনভাইরাল ভিডিও

সুস্থ হতেই ডাক্তারদের সাথে দুর্দান্ত নাচলেন রেমো ডি’সুজা, ভিডিও তুমুল ভাইরাল

প্যাশনের কাছে শারীরিক অসুস্থতাও যে কোনো বাধা নয় তা প্রমাণ করলেন বলিউডের জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডি’সুজা (Remo D’Souza)। নাচকে তিনি এতোটাই ভালোবাসেন যে হাসপাতালেও নাচতে দেখা গেল তাকে। আসলে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। সব শেষে চিকিৎসকরা অনুরোধ করেন নাচার জন্য। তাতে রাজি হয়ে চিকিৎসকদের তালে তাল মেলান তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, নাচ তার হৃদয়ে বাস করে। প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়েছে তার সেই ভিডিও। একইসাথে অনুগামীরা প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, গত ১১ই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রেমো। যে কারণে তাকে ভর্তি করা হয় কোকিলাবেন আম্বানি
হাসপাতালে।

হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, হার্ট ব্লকেজ হয়েছিল তার। এরপর অ্যাঞ্জিওগ্রাফি করা হলে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। সেই মুহূর্তে টেস্টের আগেও হুইলচেয়ারে বসে পায়ের সাহায্যে ড্যান্স স্টেপ করতে দেখা যায় তাকে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার স্ত্রী লিজেল(Lijel)। আর ক্যাপশনে লেখেন, ‘রেমো হৃদয় দিয়ে নাচেন।’ পাশাপাশি তার শারীরিক অবস্থার উন্নতি কামনা করার জন্য ধন্যবাদ জানান নেটিজেনদের।

ডিসেম্বরের শেষে সমস্ত অসুস্থতাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে তিনি যে জায়গায় রয়েছেন তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। বলিউডে প্রথম প্রবেশ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয় ডান্সিং শো ‘ঝলক দিখলা যা’তে ডান্স কোরিওগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। শুরু করেন নিজের প্রযোজনা সংস্থা।

Related Articles