বিনোদন

মাটিতে চাটাই পেতে শুয়ে ও রুটি সবজি খেয়েই জেলের প্রথম রাত কাটিয়েছেন রিয়া চক্রবর্তী

টানা তিন দিন জেরা করার পর গ্রেফতার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তীকে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, রিয়ার কাছে প্রচুর তথ্যপ্রমাণ রয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিবিআই তদন্তভার গ্রহন করলে একের পর এক ঘটনা সামনে আসতে থাকে।

বলিউডে মাদকচক্র নিয়েও তথ্য উঠে আসে। রিয়া জেরায় জানিয়েছিলেন, সুশান্ত ড্রাগ নিতেন। এনসিবির জেরায় জানা গিয়েছিল, রিয়াও ড্রাগ নিতেন। যদিও সুশান্তের মাদকচক্রের সঙ্গে কোনো যোগ ছিল না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

গ্রেফতারের পর রিয়াকে এনসিবি হেড কোয়ার্টার থেকে বাইকুলা জেলে নিয়ে আসা হইয়েছিল। বেল না হলে রিয়াকে এখানেই থাকতে হবে। মঙ্গলবার রাতে রিয়ার জামিনের আবেদন খারিজ করে আদালত। রিয়াকে মহিলা সেলে নিয়ে আসা হয়েছিল। রিয়াকে রাখা হয়েছিল ১নম্বর সেলে।

সেলটির তিনদিক দেওয়াল ও একদিকে গ্রিল রয়েছে। সেই সেলে দুপুরে ও রাতে ডাল, রুটি ও সবজি খায়েছেন। সেলে কয়েদিদের শোয়ার জন্য যে চাদর ও মাদুর দেওয়া হয়। আর তা পেতেই রাত অতিবাহিত করেছেন তিনি।

গ্রেফতারের পর রিয়ার আইনজীবী জামিনের আবেদন করলেও তা কোনো কাজে আসেনি। তাকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে রিয়াকে এমটাই রায় ছিল। অবসেশে ২৮ দিনের মাথায় মুক্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া।

তবে বর্তমান সময় তিনি অনেকটাই মানসিক ভাবে সুস্থ আছেন, সম্প্রতি দিন কয়েক আগেই বলি পাড়ায় শনা যাচ্ছিল বলিউড বিগ বি অর্থাৎ অমিতাভ এবং ইমরাণের সঙ্গে নতুন করে ফিল্মে কাজ করবেন।

Related Articles