বদলানোই পরম সুখের আসল ঠিকানা!

অনেকের মত টলি অভিনেত্রী শ্রাবন্তীর নাকি জীবনে সুখ সহ্য হয়না। আর সেজন্যই বারবার ভাঙছে শ্রাবন্তীর বিয়ে। প্রথম দুই বিয়ের পর শ্রাবন্তীর তৃতীয় বিয়েও নড়বড়ে। কবে আবার একসঙ্গে দেখা যাবে শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামী রোশনকে সেই প্রশ্ন এখন সকলের মনে। এরই মাঝে নিজেকে বদলে ফেললেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী।
গত বছর পুজোর প্রায় আগে থেকেই একই ছাদের তলায় থাকছেন না শ্রাবন্তী রোশন। শ্রাবন্তীর সংসারে চিড় লেগেছে তা স্পষ্ট। প্রথমে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, তাঁদেরই ছেলে ঝিনুক।দীর্ঘদিন আলাদা থাকবরা পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের।
সেই বছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়ে। এরপর ২০১৯-এর শুরু থেকেই রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। মার্চ মাসে শ্রাবন্তী-সোহম জুটির গুগলির প্রিমিয়ারে রোশনকে নিয়ে হাজির হন নায়িকা। তখনই আন-অফিসিয়্যাল সিলমোহর পরে গিয়েছিল সম্পর্কে। এরপর চুপিসাড়ে পঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে দেন দুজনেই।
সব কিছুই ভালো চলছিল কিন্ত তারই মাঝে ছন্দপতন। তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। টলিপাড়ার অন্দরে কান পাতলেই তেমনটাই শোনা যাচ্ছে। তবে পার্সোনাল লাইফে ঝড় উঠলেও নিজেদেরকে নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে শ্রাবন্তী রোশন।
সম্প্রতি,রোশন নিজের ভোল বদলে ফেলেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের লুক বদলে হাজির হলেন রোশন। অন্যরকম ভাবে চুল করার, কান বিঁধিয়ে নিজেকে একদম নতুন করে মেলে ধরেছে রোশন সিং। ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল শ্রাবন্তীর বরের নতুন লুকের এই ছবি। কিছুদিন আগেই কান বিধানোর একটি ভিডিও পোস্ট করেছিলেন রোশন।