Big Boss-14: চ্যাম্পিয়ান হলেন Rubina Dilaik

সাম্প্রতিক সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলির সাথে সাথে রিয়্যালিটি শো’গুলিও বেশ জনপ্রিয়। কালার্স চ্যানেলের সেরকমই একটি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। সলমন খান দ্বারা সঞ্চালিত এই শো’এর ১৪তম সিজন চলছিল। সম্প্রতি সেখানে গ্র্যান্ড ফিনালেতে সেরার শিরোপা জিতে নিলেন অভিনেত্রী রুবিনা দিলাইক(Rubina Dilaik)। একইসাথে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল বৈদ্য(Rahul Vaidya)।
আর তৃতীয় স্থান অধিকার করেছেন নিকি তম্বোলি(Nikki Tamboli)। সেরা চার প্রতিযোগীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন আলি গোনি(Aly Goni)। অন্যদিকে ফিনালেতে রীতেশ দেশমুখ(Riteish Desmukh) প্রবেশ করে, রাখী সাওয়ন্ত(Rakhi Sawant)সহ চার প্রতিযোগীকে ১৪ লক্ষ টাকা নিয়ে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দেন। যা মেনে নিয়ে স্বেচ্ছায় বেরিয়ে যান রাখী।
এরপর রবিবার আলিও ঘর থেকে বেরিয়ে আসেন। উল্লেখযোগ্য বিষয় হল শো’টি শুরুর পর থেকেই তাতে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এমনও অভিযোগ উঠে এসেছে, যে রুবিনা কালার্সের শীর্ষ স্থানীয় অভিনেত্রী হওয়ায় তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরেক প্রতিযোগী ছিলেন এজাজ খান(Ajaz Khan), যিনিও শো কর্তৃপক্ষের বিরুদ্ধে রুবিনা ও জসমিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।
তবে এতোকিছুর পর অবশেষে ১৪৩ দিনের লড়াইয়ে জয়লাভ করে, ঘরের বাইরে বেরিয়ে অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন রুবিনা। পাশাপাশি ইনস্টাগ্রামে লাইভ এসে সকলের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সহযোগিতা এবং প্রার্থনার জেরেই আজ আমি ট্রফি হাতে বাইরে এলাম। সকলকে অশেষ ধন্যবাদ ও অনেক ভালোবাসা।” তাকেও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।