বিনোদন

বিয়ের আগে বাঙালি রীতিতে প্রথম আইবুড়ো ভাত খেলেন রুদ্রজিত!

টলিউডে লেগেছে বিয়ের হাওয়া। একের পর এক অভিনেতা অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউডের একগুচ্ছ তারকা। গত ৪ঠা ফেব্রুয়ারি কলকাতার একটি দামি রিসোর্টে নিজেদের বিবাহ সারেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। গত বছর নভেম্বরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও মধুরিমা গোস্বামী (Madhurima Goshwami)।

এরপর একের পর এক বিয়ের পিঁড়িতে বসেন দেবলীনা (Devlina Kumar) ও গৌরব (Gourab Chatterjee) , ত্বরিতা (Twarita Chatterjee) ও সৌরভ (Sourav Banerjee), মিমি (Mimi Dutta) ও ওম (Om Sahani)। এবার বিয়ে করতে চলেছেন টলিউডের আরেকটি জুটি। তারা হলেন রুদ্রজিত (Rudrajit Mukherjee) ও প্রমিতা (Pramita Chakraborty) । তাদের আলাপ হয় একটি ধারাবাহিকের সেট থেকে। তারা দু’জনেই একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন আর তা হল ‘সাত ভাই চম্পা’।

এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। আর তা ভালোবাসায় পরিণত হয়। খুব শীঘ্রই প্রমিতা ও রুদ্রজিত এনগেজমেন্ট ও আইনি বিবাহ সারতে চলেছেন। আগামী ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে প্রমিতা ও রুদ্রজিত পুরুলিয়াতে নিজেদের পরিবার ও কয়েকজন কাছের বন্ধুবান্ধব নিয়ে সারবেন আইনি বিবাহ। রুদ্রজিতের বাড়ি হল পুরুলিয়াতে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে একটি বিলাসবহুল রিসোর্টে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন তারা। জানা গিয়েছে, আগের দিন ১৩ই ফেব্রুয়ারি তারা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন নিয়ে রিসোর্টে পৌঁছবেন।

এক বছর আগেই টলিউডের এই জুটি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। আর এই কয়দিনের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। বিয়ের আগে বাঙালি রীতিতে আইবুড়ো ভাত দেওয়ার নিয়ম রয়েছে। বর্তমানে অভিনেতা রুদ্রজিত ‘জীবন সাথী’ ধারাবাহিকে অভিনয় করছেন। আর সেই কাজের স্থানেই তাকে দেওয়া হল প্রথম আইবুড়ো ভাত। ‘জীবন সাথী’-র সেট থেকেই রুদ্রজিতকে দেওয়া হলো আইবুড়ো ভাত। তার থালায় ছিল বাঙালি খাবারের সমারোহ। হাসি মুখে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন রুদ্রজিত। তার পরনে ছিল নীল রং-এর পাঞ্জাবি। আর সেই ছবি পোস্ট করতেই তা ভাইরাল।

Related Articles