দুঃখজনক! সঙ্গমের চরম মুহূর্তে হঠাৎ মৃত্যু যুবকের

কার কখন মৃত্যু আসবে তা আগে থেকে জানা থাকে না। যে কোনও মুহূর্তে যে কোন কারনে ঘটতে পারে মৃত্যু। মৃত্যুর নানান ধরনের কারণ থাকে। কিন্তু কখনও কি শুনেছেন সুখের খোঁজ করতে গিয়ে মৃত্যু হয়েছে কারুর? না শুনলেও এবার জানুন সঙ্গমরত অবস্থাতেই মৃত্যু হল এক যুবকের।
শরীরের চাহিদা মেটাতে অনেকেই যৌনকর্মীদের সঙ্গে সঙ্গমরত হন। কিন্তু সেই সঙ্গম যে মৃত্যু পর্যন্ত গড়াতে পারে তা হয়তো কারুর জানা নেই। সম্প্রতি আফ্রিকার মালাওইয়ের বাসিন্দা চার্লস মাজাওয়া যৌনকর্মীর সঙ্গে যৌন সঙ্গমে মেতে ওঠেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই যৌন সঙ্গম অবস্থাতেই তরুণী বুঝতে পারেন তাঁর সঙ্গী অচেতন হয়ে গিয়েছেন। ওই তরুণী বুঝতে পারেন ওই তরুণের দেহে আর প্রাণ নেই। ভয় পেয়ে বন্ধুবান্ধবদের ফোন করেন তিনি।
এরপরেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসেন পুলিশ। ওই তরুণীর কাছ থেকে গোটা ঘটনা শুনে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সঙ্গম চলাকালীন ওই যুবকের শরীরে রক্ত চলাচল কয়েক গুণ বেড়ে যায়। যার যেতেই তার মস্তিষ্কের শিরায় চাপ পড়ে। শিরা ছিঁড়ে মৃত্যু হয় ওই যুবকের।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের মৃত্যুতে হাত নেই ওই তরুনীর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই ওই তরুণীর যে এই ঘটনায় কোনও যোগসাজশ নেই তাও নিশ্চিত করা হয়েছে পুলিশের তরফে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই সকলে হতবাক। এটাও বলে রাখা দরকার মৃত যুবক কিন্তু এই প্রথম সঙ্গমে আবদ্ধ হননি এর আগেও হয়েছেন।