নিউজভাইরাল ভিডিও

ভিডিও ভিরাল সোশ্যাল মিডিয়ায়, যৌন হেনস্থা করে বহু অভিনেত্রীর সম্মানহানি করেছেন সাজিদ খান

গত জুন মাসে হঠাৎই বলিউডের এক জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু ঘটে। যদিও সেটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সে বিষয়ে স্পষ্টত কিছুই জানা যায়নি। সুশান্তের মৃত্যুর পর গোটা বলিউড নিয়ে নেপোটিজম বিতর্ক শুরু হয়। আর এরপরই একের পর ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। এই প্রসঙ্গ ধরে অনেক অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেন।

এবার সেরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। আর তা বলিউডকে কেন্দ্র করেই। বলিউডে পরিচালক হিসেবে বেশ জনপ্রিয় নাম হল সাজিদ খান (Sajid Khan)। তার বিরুদ্ধে আগেই মাফিয়া বিতর্ক নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কঙ্গনা কয়েকদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “ওরা প্রথমে জিয়া খান’কে (Jiah Khan) খুন করল।

এরপর একইভাবে সুশান্ত সিং রাজপুতকে খুন করল। এইসব মাফিয়ারা প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে এতকিছু করেও। গত ২০১৩ সালে জিয়া খান ‘হাউসফুল’ সিনেমায় অভিনয় করেন। আর এরপরই জিয়ার রহস্য মৃত্যু ঘটে। সাত বছর কেটে গিয়েছে জিয়ার মৃত্যুর। কিন্তু এখনও পরিষ্কার হয়নি এটি খুন নাকি আত্মহত্যা?”

এদিকে প্রয়াত জিয়া খানের দিদি শার্লিন চোপড়া (Sherlyn Chopra) সাজিদ খানের বিরুদ্ধে সরব হলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। তিনি সমাজে অপরাধীদের মুখোশ খুলে দিতেই এই পোস্ট করেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “বাবার মৃত্যুর পর ২০০৫ সালে যখন ছবির জন্য সাজিদ খানের সঙ্গে দেখা করতে যান তখন সাজিদ খান অশালীন শব্দ প্রয়োগ করেন। তার যৌন হেনস্থা করেন”। একটি ভিডিও শেয়ার করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শার্লিন চোপড়া।

Related Articles