বিনোদন

প্রেম নিবেদন করতে গিয়ে নাজেহাল চিরকুমার সালমান খান, ক্রাশের পোষা কুকুরের কামড় খেয়েই ফিরে এসেছেন

বিগত বহু বছর ধরে বলিউডে নিজের রাজত্ব জারি রেখেছেন ‘ভাইজান’ ওরফে সলমন খান(Salman Khan)। বলিউডের জনপ্রিয় অভিনেতাদের প্রসঙ্গ উঠলেই যার নাম প্রথম সারিতে আসে, তিনি হলেন সেই সুপারস্টার। বর্তমানে তার সিনেমা মানেই তা পৌঁছে যায় ১০০ কোটির ক্লাবে। শুধু তাই নয় শরীর চর্চাতেও তার জুড়ি মেলা ভার। কারণ, ৫৫ বছর বয়সেও তিনি টেক্কা দিতে পারেন যে কোনো তরুণ অভিনেতাকে।

তার হাসি, গ্ল্যামারে রীতিমতো ফিদা মহিলা অনুগামীরা। তবে আপনি জানেন কি, প্রথম জীবনে তিনিও প্রেম নিবেদন করতে ভয় পেয়েছিলেন? হ্যাঁ এটাই সত্যি। ক্রাশের সামনে মনের কথা প্রকাশ তো দূরে থাক, উল্টে কুকুরের কামড় খেয়েছিলেন তিনি। তার সাথে বিয়ে হলে এতোদিনে নাতি-নাতনিদের নিয়ে ভরা সংসার হতো তার।

এমনটাই জানিয়েছেন বিগবসের সঞ্চালনা করতে গিয়ে। আসলে সেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অজয় দেবগণ(Ajay Devgan) ও কাজল(Kajol)। সেখানে কাজলের জোর করাতে একপ্রকার বাধ্য হয়েই এই রহস্য উদঘাটিত করেন তিনি।সেখানে বলেন সেই মেয়েটি নাকি এখন ঠাকুমা হয়ে গিয়েছেন। তবে গল্প এখানেই শেষ নয়, সলমনের আরও তিন বন্ধুর সাথে নাকি সম্পর্ক হয়েছিল ওই মেয়েটির।

পরে অবশ্য জানা গিয়েছিল সলমনকেও পছন্দ করতেন মেয়েটি। হাসিতে লুটোপুটি খেতে খেতে তিনি বলেন, “পনেরো-কুড়ি বছর আগে যখন মেয়েটির সাথে দেখা হয়েছিল, ততদিনে সে ঠাকুমা হয়ে গিয়েছে। নাতি-নাতনি ও অন্যান্য সদস্যদের নিয়ে ভরা সংসার তার। ওর সাথে বিয়ে হলে আমি এতদিনে দাদু হয়ে যেতাম। যদিও এই কারণে আমার মনে কোনো আফসোস নেই।”

Related Articles