বিনোদনভাইরাল ভিডিও

Nora Fatehi-র সঙ্গে উদুম নাচতে গিয়ে মঞ্চ থেকে পরে গেলেন Salman Khan ? তুমুল ভাইরাল ভিডিও

নোরা ফতেহি (Nora Fatehi), যার নাচের ভঙ্গিতে মাতোয়ারা গোটা দেশ। তিনি একজন কানাডিয়ান ড্যান্সার। সূদুর কানাডা থেকে তিনি বলিউডে অভিনয়ের স্বপ্ন নিয়ে এসেছিলেন এই দেশে। তবে অভিনয় নিয়ে তিনি যতদূরই এগোন না কেনো তার নাচের কোনো তুলনাই চলে না। তার নাচে গোটা দেশ মুগ্ধ। তিনি তার সোশ্যাল হ্যান্ডলে মাঝেমধ্যে নানান নাচের ভিডিও পোস্ট করেন। আর তা ভাইরাল হয় নিমেষেই।

নিজ গুণে বর্তমানে তিনি একজন আইটেম ড্যান্সার। তার সোশ্যাল হ্যান্ডেলে কখন তিনি তার নাচের ভিডিও পোস্ট করবেন তার জন্য মুখিয়ে থাকে তার অনুগামীরা। এর আগেও তাকে সমুদ্র সৈকতে নাচতে দেখা গিয়েছে। আর তা হয়েছে নিমেষে ভাইরাল। নোরা বিগ বসেও প্রতিযোগী হিসেবে যোগদান করেছিলেন। তবে বিজয়ের মুকুট তার মাথায় না উঠলেও পরিচিতি পেয়েছিলেন বেশ ভালোরকমই।

সম্প্রতি হয়ে গেলো বিগ বস-১৪ এর গ্র্যান্ড ফিনাল। আর সেই মঞ্চ মাতাতে হাজির হলেন নোরা ফতেহি৷ এবারের বিগ বসে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন রুবিনা দিলায়ক। রুবিনা দিলায়ক একজন অভিনেত্রী। তিনি ‘শক্তি’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও রুবিনা তার স্বামীর সঙ্গে আসেন তবে নিজেই জিতে যান। তবে সেই বিগ বস গ্র্যান্ড ফিনালের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

আর সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সালমান খান (Salman Khan) চিৎপটাং হয়ে পড়েছেন। আসলে তিনি নোরা ফতেহির সঙ্গে ‘গরমি’ গানে নাচছিলেন। তখনই হুমড়ি খেয়ে পড়েন তিনি। আর তখনই সালমান খানের পড়ে যাওয়াকে আড়াল করতে নিজেও মঞ্চের সিঁড়ি বেয়ে শুয়ে শুয়ে নামতে থাকেন নোরা। আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related Articles