‘স্বচ্ছ ভারত’ অভিযানে সামিল বণের বাঘ! দেখুন সেই ভিডিও

প্লাস্টিক আমাদের আধুনিক জীবনে বহুল ব্যবহার্য জিনিসের মধ্যে একটি। এই প্লাস্টিকের ব্যবহার ক্রমে পৃথিবীকে দূষণের দিকে ঠেলে দিচ্ছে। প্লাটিক যেহেতু কখনো মাটির সঙ্গে মিশতে পারে না তাই এটি মাটিরও দূষণ ঘটাচ্ছে। তবুও মানুষ সচেতন আর কবে হবে! প্লাস্টিকের ব্যবহারের ফলে এর ক্ষতিকর প্রভাব পড়ছে পশুপাখি থেকে শুরু করে জলে বসবাসকারী প্রাণীদেরও। কখনো দেখা যায় কোনো মাছের দেহ থেকে প্লাস্টিক পাওয়া যায়।
আবার কখনও কখনও পাখির প্লাস্টিকে শ্বাসরোধ হয়ে মারা যায়। পশুরা প্লাস্টিক চিবিয়ে খেয়ে ফেলে। আমাদের ভুলের মাশুল দিচ্ছে অসহায় প্রাণীজগত। বারংবার সচেতন করা হলেও প্লাস্টিকের ব্যবহার থামছে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাঘ একটি প্লাস্টিকের বোতল কামড়াচ্ছে। যদিও বাঘটি পূর্ণবয়স্ক নয়। তাই সে প্লাস্টিকের বোতলটি না বুঝেই বেশ কিছুক্ষণ কামড়ায়।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের তাডোবা-অন্ধারি ন্যাশনাল পার্কে। আর এই ঘটনার ভিডিও রেকর্ড করেছেন একজন পর্যটক। যে পার্কে ঘটনাটি ঘটেছে সেটি একটি প্লাস্টিকমুক্ত অঞ্চল। তাই সেখানে প্লাস্টিক আসার কথা নয়। এদিকে বাঘটি যেহেতু পার্ক থেকে বাইরে বেরোয়নি তাই প্লাস্টিকের বোতলটি কোনও মানুষই ফেলে গেছে বলে অনুমান করছেন পর্যটকরা।
কিন্তু বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সেই পার্কে ভিতরে প্লাস্টিক ফেললে দুই হাজার টাকা জরিমানা দিতে হয়। তারপরেও এমন কান্ড কে বা কারা করল তার তদন্ত করবে বলে জানিয়েছে তাডোবা-অন্ধারি ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ।