ঠাকুমার সঙ্গে মায়ের সাপে-নেউলের সম্পর্ক, শর্মিলাকে নিয়ে এ কি বললেন সারা আলি খান

সইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিং (Amrita Singh)-এর বড় মেয়ে হলেন সারা আলি খান (Sara Ali Khan)। বর্তমানে তিনি বেশ অল্প সময়েই বলিউডে পরিচিতি পেয়েছেন। তার সিনেমা জগতে পদার্পণ ‘কেদারনাথ’ সিনেমার মধ্যে দিয়ে। এই সিনেমায় সারা আলি খান প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এরপর একে একে ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’, ‘কুলি নং ওয়ান’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।
সইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিং-এর দুই ছেলেমেয়ে। বড় মেয়ে হলেন সারা আলি খান ও ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সইফ ও অমৃতার মধ্যে যখন বিবাহবিচ্ছেদ হয় তখন সারা’র বয়স ৯ বছর। ২০০৪ সালে সইফ ও অমৃতার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। জানা যায় অমৃতার তার স্বামী সইফের পাশাপাশি শাশুড়ী শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) সঙ্গে অশান্তি চরমে ওঠে। এরপর মা অমৃতার কাছেই মানুষ হন সারা আলি খান ও ইব্রাহিম।
তবে সেসব যাই ঘটুক বাবা সইফকে বেশ ভালোবাসেন বড় মেয়ে সারা। সারা আলি খানের ঠাকুমা হলেন বলিউড ও টলিউড কাঁপানো অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সারা বারংবার আপ্লুত হন তার নিজের জীবনে শর্মিলা ঠাকুরের মতন একজন মানুষকে পেয়ে। শর্মিলা ঠাকুর বাঙালি কন্যা হলেও তিনি পতৌদি পরিবারের বধূ্। তিনি তার নাতি, নাতনি, ছেলেমেয়ে, বৌমা সকলকে খুব ভালোবাসেন। তৈমুর (Taimur) আসলেও সারা ও ইব্রাহিমের উপর একটুও ভসলোবাসা কমেনি তার।
অপরদিকে সারা তার ঠাম্মাকে খুব ভালোবাসেন। এবার ঠাম্মার সম্পর্কে একটি সাক্ষাৎকারে সারা জানান, শর্মিলা ঠাকুর তার ঠাকুমা এটি ভাবলেই তিনি রোমাঞ্চ অনুভব করেন। তিনি ছোট থেকেই ঠাম্মার অভিনয়ের ভক্ত।জানা যায় সইফের এর পাশাপাশি শর্মিলা ঠাকুরের সঙ্গেও সম্পর্ক চরমে ওঠে অমৃতার। একে অপরকে সহ্যই করতে পারতেন না এই শাশুড়ি বৌমার জুটি। যখন ‘আরাধনা’ ছবির ‘মেরে স্বপ্নো কি রানি ‘ দেখেন তখন ঠাম্মার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি নিজের জীবনে শর্মিলাকে পেয়ে বেশ খুশি। তিনি আরও জানিয়েছেন, তারা ঠাম্মা একজন অভিনেত্রীর পাশাপাশি মর্যাদা এবং দয়া মায়ায় অপূর্ব সংমিশ্রনের একজন মানুষ।