বিনোদন

শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে আলো ছায়ার ‘তনুশ্রী’, ব্যাচেলার পার্টিতে তোলপাড় সায়ন্তনী, ভাইরাল ছবি

বিয়ের রেশ যেন কাটটেই চাইছে না টলিপাড়া থেকে। নীল তৃনা , ওম মিমি, গায়িকা ইমন এরপর এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন সায়ন্তনী সেনগুপ্ত ও ইন্দ্রনীল মল্লিক। এই নামে তাদের না চিনতে পারলেও তাদের মুখ দেখে চিনতে অসুবিধা হবে না। সিরিয়ালপ্রেমীরা ইনাদের ভালোই চেনেন।

কি করে বলবো তোমায় সিরিয়ালে খলনায়িকা হিসেবে কর্নর কাকিমার অভিনয় নজর কেড়েছে সকলের। অপরদিকে আলো ছায়া সিরিয়ালের ইন্দ্রনীল ও সায়ন্তনী জনপ্রিয় মুখ। সিরিয়াল সেটেই তাদের আলাপ পরিচয় বন্ধুত্ব সেখান থেকে প্রেম। এতদিন প্রেমপর্ব সেরে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা। সানাই এর সুর বাজলো বলে।

বিয়ের আগে ব্যাচেলর পার্টি থেকে শুরু করে আইবুড়োভাত সব জমিয়ে সেরেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সেইসব ছবি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।

অভিনেত্রী গীত রায় অর্থ্যাৎ সেই রাশি ধারাবাহিকের রাশি কয়েকগুচ্ছ ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সকল বন্ধুরা মিলে সায়ন্তনীকে আইবুড়ো ভাত খাইয়েছেন। বন্ধুদের সাথে খোশ মেজাজে অনেক ছবি তুলতে দেখা গেছে তাকে।

ছবিতে দেখা যাচ্ছে পঞ্চব্যাঞ্জনে আইবুড়ো ভাত খাচ্ছেন সায়ন্তনী। তবে আইবুড়ো ভাতের থিমে বেশ অভিনবত্ব দেখা গেছে। মাটির থালা ও মাটির বিভিন্ন পাত্রে খাবার পরিবেশন করা হয়েছিল যাতে বাঙালিয়ানার ছোয়া ধরা পড়েছে। প্রেমের মাসেই পূর্নতা পেতে চলেছে তাদের প্রেমকাহিনী।

Related Articles