বিনোদন

বিয়ের পিঁড়িতে ‘বধূবরণ’-এর শ্রীপর্ণা, জনপ্রিয় জুটির আইবুড়ো-ভাত অনুষ্ঠানের ছবি ভাইরাল

নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন একাধিক তারকা জুটি। এক কথায় বলতে গেলে বিয়ের মরশুম শুরু হয়েছে টেলি ও টলি জগতে। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছেন তৃণা-নীল, ইমন-নীলাঞ্জন, মিমি-ওম প্রমুখ তারকারা। কেউ বিয়ে করেছেন চিরাচরিত নিয়ম মেনে আবার কেউ কেউ নিয়মের উল্টো পথে হেঁটে। সে যাই হোক না কেন, প্রত্যেকেই নতুন বছরে নতুন জীবন শুরু করেছেন।

এবার চলতি মাসেই সাত পাকে ঘুরতে চলেছেন আরও এক টেলি তারকা জুটি সায়ন্তনী সেনগুপ্ত(Sayantani Sengupta) ও ইন্দ্রনীল মল্লিক(Indranil Mullick)। দুজনেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ব্যাচেলর পার্টি ও আইবুড়োভাত পর্ব। যার সমস্ত ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তারা। এবার শুধু অপেক্ষা সেই বিশেষ দিনের।

উল্লেখযোগ্য, যদিও সায়ন্তনীর এটি প্রথম বিবাহ, তবে ইন্দ্রনীলের নয়। কারণ, ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই বিয়ে কোনো কারণে ভেঙে যাওয়ার পর, সায়ন্তনীর সাথে সম্পর্কে জড়ান তিনি। এবার তাকে পরিণতি দেওয়ার পালা। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।

প্রসঙ্গত, বিগত দশ বছর ধরে বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন্তনী। এই যাত্রায় তিনি যেমন পজিটিভ রোল পেয়েছেন, একইসাথে পেয়েছেন নেগেটিভ রোলও। তবে দুই ক্ষেত্রেই দর্শকদের সমান ভালোবাসা পেয়েছেন তিনি। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে দেখা গিয়েছে ইন্দ্রনীলকে।

Related Articles