বিনোদন

মেহেন্দি থেকে শুরুকরে গায়ে হলুদ, দেখুন ইমন চক্রবর্তীর বিয়ের অ্যালবাম

একজন সঙ্গীত জগতের জনপ্রিয় গায়িকা, আরেকজন খ্যাতনামা পরিচালক। কয়েকমাস আগেই জানিয়েছিলেন চিরদিনের জন্য এক হতে চলেছেন তারা। সেই মতো গত বছর পুজোয় সম্পন্ন হয় বাগদান। তবে করোনা আবহের জেরে পিছিয়ে যায় বিয়ের তারিখ। অবশেষে চলতি বছর আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বাকি রইলো শুধু সামাজিক রীতিনীতি। সেটিও সম্পন্ন হতে অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার।

হ্যাঁ, ঠিকই বুঝেছেন আমরা কথা বলছি গায়িকা ইমন চক্রবর্তী(Iman Chakraborty) ও পরিচালক নীলাঞ্জন ঘোষের(Nilanjan Ghosh)। বহুদিন ধরে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তারা। এবার তাকে পরিণতি দেওয়ার পালা। গত রবিবার নিজের বাড়িতেই নীলাঞ্জনের সাথে আইনি ভাবে বিয়ে সেরেছেন ইমন। পাশাপাশি সামাজিক বিয়ের দিন হিসেবে স্থির হয় ২রা ফেব্রুয়ারী, মঙ্গলবার। যার ফলে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই নিজের হাতে হবু স্বামীর নামে মেহেন্দির ছবি পোস্ট করেছেন ইমন।

তার পরনে ছিল হলুদ রঙের শাড়ি। দুই হাত ভর্তি গাঢ় মেহেন্দির ছবি প্রকাশ্যে আসতেই খুশিতে আপ্লুত হয়েছেন অনুগামীরা। তবে শুধু মেহেন্দিই নয়, গায়ে হলুদের সময় ফেসবুকে লাইভ এসেছিলেন ইমন।

যেখানে দেখা গিয়েছে নীলাঞ্জন পাঞ্জাবী ও সানগ্লাস পরিহিত অবস্থায় হলুদ মাখছেন গায়ে। আর তার গায়ে ছোঁয়ানো হলুদ হাসি মুখে মাখলেন ইমন। সাদা ও সোনালী শাড়ি সাথে সোনার গয়নায় অপরূপ সুন্দরী দেখতে লাগছিল তাকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাদের সেই ভিডিও।

Related Articles