অফবিটভাইরাল ভিডিও

দেখুন যুবকের সাহস, বিশালাকার কোবরা সাপকে বাড়ির পোষ্যের মত স্নান করাচ্ছেন

মানুষের কত রকমের বন্ধু থাকে। কেউ কেউ আবার প্রাণীদেরও বন্ধু বানিয়ে নেন। পোষ্য দের সাথে থাকতে থাকতে তারাও কাছের বন্ধু হয়ে ওঠে। কিন্তু তাই বলে সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে?? তাও আবার যে সে সাপ নয় একেবারে কোবরা। যে সাপ দেখলেই পিলে চমকে যাওয়ার জোগাড় হয়।

সর্পবিজ্ঞানীরা বলছেন সাপ কখনো পোষ মানে না। সাপুরিয়ারা যে সাপ খেলা দেখাই সে ক্ষেত্রে সাপের সব বিষদাঁত ভেঙে দেওয়া হয়। তাই পোষা সাপ বলে কিছু হয় না। কিন্তু কখনো কিছু ঘটনার কোনো সংজ্ঞা হয়না বিজ্ঞানের ব্যাখা দেওয়া যায় না। যে ‌সাপ দেখলে দেখলে ভয়ে কাঠ হয়ে যায় আমরা সেখানে এই ব্যক্তি অনায়াসে সখ্যতা গড়ে তুলেছে তার সঙ্গে। সম্প্রতি এক ব্যক্তির সাথে সাপের সখ্যতার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এমন চিত্র ধরা পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে দিব্যি বাড়ির পোষা কুকুর বিড়ালের মত বিশালাকার কোবরা সাপ কে স্নান করাচ্ছে এক যুবক। কল থেকে বালতিতে জল ভরে সাপের মাথায় ঢেলে দিচ্ছে শেষে আবার মাথায় হাত বুলিয়ে দেওয়ারও চেষ্টা করছে সে। তার দুসাহসিক কাজে রীতিমতো তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সমস্ত ঘটনা দেখার সুযোগ হয় যা বাস্তবে ভাবনার অতীত। আর তাইতো এই ধরনের ঘটনা প্রকাশ হওয়া মাত্রই চোখের পলক পড়তে না পড়তেই ছড়িয়ে যায় গোটা নেটপাড়ায়।

Related Articles